২৪ অক্টোবর ২০২৫

ফার্মা ক্লাবের নবনির্বাচিত কমিটি তে ভূবন-কাইমুল

বিজিসি ট্রাষ্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ফার্মেসী বিভাগের ফার্মা ক্লাবের নতুন কমিটি গঠিত হয়। সেই সাথে অত্র বিভাগের ৩০তম ও ৩১তম বিভাগের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত ইনস্টলেশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাষ্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর সম্মানিত উপাচার্য ড.এ এফ এম আওরঙ্গজেব, ট্রেজারার ও পরিক্ষা নিয়ন্ত্রক ড. হযরত আলী মিয়া,
বিজিসি ট্রাষ্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর রেজিস্ট্রার ড.এস এম সোয়েব, ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক শারমিন আক্তার সহ অত্র বিভাগের এর শিক্ষকবৃন্দ। অত্র বিদায় অনুষ্ঠান ও ফার্মা ইনস্টলেশন প্রোগ্রাম এ অত্র ডিপার্টমেন্ট এর অ্যালামনাই থেকে উপস্থিত ছিলেন ১৯তম ব্যাচের সাকিব উদ্দিন,আহসান হাবিব,আশরাফ সেতু,সায়মুন ইসলাম, নাদিম ও ২৪ তম ব্যাচের জয় দাস।
আরো উপস্থিত ছিলেন বিজিসি ফার্মা ক্লাবের প্রথম নির্বাচিত ভিপি নাজি উল্লাহ মুহাম্মদ তামিম(২৮তম ব্যাচ)।

ফার্মা ক্লাবের নতুন কমিটি ঘোষণা করেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এফ এম আওরঙ্গজেব। উক্ত নতুন কমিটিতে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন জাহেদ বিন রহিম(চেয়ারম্যান -ফার্মেসী বিভাগ),ভাইস প্রেসিডেন্ট-ভূবন দাশ(৩১ তম ব্যাচ),সাধারণ সম্পাদক-কাইমুল হক (৩২তম ব্যাচ),ট্রেজারার-মুহাম্মদ মুরাদুর রহমান(লেকচারার ফার্মেসি বিভাগ),অর্থ সম্পাদক-সুবর্ণ দাশ(৩১ তম ব্যাচ),সাংগঠনিক সম্পাদক-ফারুক মুহাম্মদ তাসরিখ(৩২ তম ব্যাচ),সহ-সাধারণ সম্পাদক-তৌহিদুল ইসলাম(৩২ তম ব্যাচ), সহ-সাংগঠনিক সম্পাদক-সাদিয়া তামান্না(৩৩তম ব্যাচ),গবেষণা ও উন্নয়ন সম্পাদক-ওয়াকিল বিন আহমেদ মুরাদ(৩২ তম ব্যাচ),প্রেস এন্ড মিডিয়া সেক্রেটারি-রিদুয়ানুল হক (৩৩ তম ব্যাচ)।

উপাচার্য ড.এ এফ এম আওরঙ্গজেব বলেন,বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ফার্মেসি বিভাগ একটি আধুনিক ও উন্নত শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে শিক্ষার্থীদের উচ্চমানের প্রশিক্ষণ প্রদান করা হয়। এই বিভাগে শিক্ষার্থীরা চিকিৎসা, ঔষধ বিজ্ঞান, ঔষধ প্রস্তুতকরণ, জৈবপ্রযুক্তি, ওষুধ ব্যবস্থাপনা, ওষুধের নিরাপত্তা ও কার্যকারিতা সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেন। পাশাপাশি, ছাত্র-ছাত্রীরা ক্লিনিক্যাল ফার্মেসি, রিসার্চ এবং পাবলিক হেলথ ফার্মেসি সম্পর্কিত দক্ষতা অর্জন করে, যা তাদের পেশাগত জীবনে কার্যকর ভূমিকা রাখে। সারা দেশে ফার্মেসির প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফার্মাসিস্টরা শুধুমাত্র ঔষধ সরবরাহই করেন না, বরং রোগীদের সঠিক ঔষধ ব্যবহারের পরামর্শও প্রদান করেন। তারা স্বাস্থ্যসেবা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, রোগীদের জন্য নিরাপদ এবং কার্যকর ঔষধ ব্যবস্থাপনা নিশ্চিত করে। ফার্মাসিস্টরা চিকিৎসা সেবার একটি অপরিহার্য অংশ, যারা রোগীর সুস্থতার জন্য সঠিক ঔষধ, ডোজ এবং ব্যবহারের নির্দেশনা প্রদান করেন, যা রোগী সুস্থ হতে সাহায্য করে এবং চিকিৎসা খাতে গুরুত্বপূর্ণ উন্নতি সাধন করে।

আরও পড়ুন