বাংলাধারা প্রতিবেদন »
হাটহাজারী পৌরসভার আলম ফার্মেসিতে অভিযান চালিয়ে ময়দায দিয়ে বানানো বিপুল পরিমাণ নকল সেকলো ক্যাপসুল ও লাখ টাকা মূল্যের সরকারি ওষুধ জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
রুহুল আমিন বাংলাধারাকে জানান, ফেসবুকে অভিযোগ পেয়ে আলম ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। সে সময় সেখান থেকে ময়দা দিয়ে বানানো ২২৪ পাতা নকল সেকলো ক্যাপসুল এবং লাখ টাকা মূল্যের সরকারি ওষুধ জব্দ করা হয়। আসল সেকলোর দানাগুলো ছোট হয়। ক্যাপসুলের গায়ে স্কয়ার লেখা থাকে। দানাগুলোর স্বাদ তেতো। আর নকল সেকলোর দানাগুলো হোমিওপ্যাথিক দানার আকারের। এর স্বাদ ময়দার মতোই।
ইউএনও বলেন, গ্যাস্ট্রিকের ওষুধ হিসেবে বাজারে সেকলো ক্যাপসুলের সবচেয়ে বেশি চাহিদা রয়েছে। এর সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা নকল সেকলো বাজারজাত করছে।যা জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলছে।
অভিযানের খবর পেয়ে ফার্মেসি মালিক পালিয়ে গেছেন। আলম ফার্মেসি বন্ধ করে দেয়া হয়েছ বলে জানান তিনি।
বাংলাধারা/এফএস/টিএম













