বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রামের ষোলশহর ও চান্দগাঁও এলাকার অভিযান চালিয়েছে চট্টগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এসময় ফার্মেসীসহ ৪ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
বোরবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রামের সহকারী পরিচালক আনিছুর রহমান ও নাসরিন আক্তার।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রামের সহকারী পরিচালক আনিছুর রহমান বলেন, চাঁন্দগাও এলাকার আইডিয়াল ফার্মেসি নামে একটি প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রির অভিযোগে ৬ হাজার টাকার জরিমানা করা হয়।
একই এলাকার দোলন ষ্টোর নামে একটি দোকানকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অভিযোগে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করার অপরাধে তিনি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে নগরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়েছে। এতে পাঁচটি প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।
ফলে তাদের জরিমানা করা হয়। এসময় ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।













