৭ ডিসেম্বর ২০২৫

ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সপ্তাহ সম্পন্ন

চন্দনাইশ প্রতিনিধি»

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহ্বাজ নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, অগ্নিকান্ডের মত ঝুঁকিপূর্ণ কাজে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। চন্দনাইশ ফায়ার সার্ভিস স্থাপিত হওয়ার পর থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তের পরিমান কমেছে। তবে সাধারণ মানুষকে আরো সচেতন করার মধ্যদিয়ে অগ্নিকান্ডের মত দূর্ঘটনা থেকে কিভাবে সহজে বাঁচা যায় সে বিষয়ে সজাগ করতে হবে।

শনিবার (৬ নভেম্ব)র সকালে চন্দনাইশ সদরস্থ কাশেম মাহাবুব উচ্চ বিদ্যালয় মাঠে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সপ্তাহ’২১ এর শেষ দিনে গ্যাসের আগুন নিবারণ, আগুন লাগার পর আগুন নিয়ন্ত্রণে আনা, নিচ তলায় আগুন লাগলে উপরের তলা থেকে সাধারণ মানুষকে উদ্ধার করার মোহরা দেখানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা নিবার্হী কর্মকর্তা সাদিয়া ইসলাম, থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, সমবায় কর্মকর্তা হাবিবুর রহমান, প্রমুখ। তাছাড়া গত এক সপ্তাহ ধরে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সপ্তাহ পালন করা হয়।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন