২৪ অক্টোবর ২০২৫

ফিনল্যান্ডের হেলসিংকি সিটি কাউন্সিল নির্বাচনে চট্টগ্রামের তাসলিমা- ব্যালট নম্বর ২২০

ফিনল্যান্ডের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৩ এপ্রিল। ফিনল্যান্ডের ক্ষমতাসীন দল কোকুমুস পার্টির পক্ষে নির্বাচনে একমাত্র বাংলাদেশি হিসেবে লড়ায় করবে চট্টগ্রামের মেয়ে তাসলিমা জামান।

বৃহস্পতিবার (১৩ মার্চ) ফিনল্যান্ডের নির্বাচন কমিশন প্রার্থীদের মাঝে নম্বর (প্রতীক) বরাদ্দ দিয়েছে। চট্টগ্রামের মেয়ে তাসলিমা জামানকে বরাদ্দকৃত নম্বর হলো ২২০।

নির্বাচনী পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, অভিবাসী বিশেষ করে পিছিয়ে পড়া নারী ও পুরুষদের কর্মদক্ষতা বৃদ্ধি ও সমাজে একীভূতকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণই তাঁর প্রধান লক্ষ্য।
তাসলিমা জামান তাঁর নির্বাচনী ইশতেহারে যে বিষয়গুলোর ওপর গুরুত্ব দিয়েছেন, তার মধ্যে রয়েছে—নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা, শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্য বিকাশে কার্যকর উদ্যোগ গ্রহণ, যুবসমাজের জন্য ক্রিকেটসহ অন্যান্য জনপ্রিয় খেলাধুলার উন্নয়নে বাজেট বরাদ্দ নিশ্চিত করা, শিক্ষার্থীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি ও বিশেষ সহায়তা প্রদান, প্রবীণ নাগরিকদের যথাযথ সেবা নিশ্চিত করা

এছাড়া, বাংলাদেশিদের ভারতীয় ভিসা জটিলতা নিরসনের জন্য ফিনল্যান্ড সরকারকে বিকল্প কনস্যুলার সেবা প্রদানের আহ্বান জানান তিনি। এ বিষয়ে তিনি ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভালতোনের প্রতি জোর দাবি জানান।

তাসলিমা জামান নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশি কমিউনিটিসহ বিভিন্ন দেশের সংগঠনের সঙ্গে মতবিনিময় করেছেন, যা ব্যাপক সাড়া ফেলেছে। তিনি দীর্ঘদিন ধরে বাংলা ভাষা ও সংস্কৃতি বিকাশে কাজ করছেন এবং ফিনল্যান্ডে স্থায়ী শহীদ মিনার নির্মাণ প্রকল্পের অন্যতম উদ্যোক্তা।

উল্লেখ্য ফিনল্যান্ডে যারা কমপক্ষে দুই বছর স্থায়ীভাবে বসবাস করেছেন, তারা এই নির্বাচনে ভোট দিতে পারবেন।

তাসলিমা জামান দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেছেন এবং স্থানীয় কমিউনিটির উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

আরও পড়ুন