২৬ অক্টোবর ২০২৫

ফিল্ড হাসপাতালের করোনা রোগীরা মেতেছিলেন আড্ডা-গানে

বাংলাধারা প্রতিবেদন »  

করোনাভাইরাসের প্রকোপে স্থবির হয়ে পড়েছে গোটা বিশ্ব। বাংলাদেশেও আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়েছে। এমন দুর্যোগের দিনে করোনা রোগীদের সঙ্গে ঘটে যাওয়া নির্মমতার ঘটনাও কম নয়। এ অবস্থায় চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি একের পর এক প্রশংসনীয় কাজ করছে করোনা রোগীদের জন্য বিশেষায়িত চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল।

দীর্ঘ আড়াই মাস ধরে স্বজনদের ছেড়ে করোনা রোগীদের সঙ্গে সুখ-দুঃখের মিতালি গড়ে তুলেছেন এ হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। একইভাবে করোনা রোগীরাও স্বজনদের দেখা পাচ্ছেন না। তাই মনোবল চাঙা রাখতে গান আর আড্ডায় মেতেছিলেন রোগী-চিকিৎসকরা।

হাসপাতালে চিকিৎসাধীন একজন জানান, অসুস্থ হয়ে পরিবার থেকে দূরে রয়েছেন তিনি। তবে চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে আসার পর থেকে পরিবারের অভাবটুকু তার অনুভূত হয়নি। ঈদের দিনে পরিবারের কথা ভেবে মন খারাপ হওয়াটা স্বাভাবিক। কিন্তু সেটিও হতে দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। এ হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা খুবই আন্তরিক। রোগীদের এমন একটি দিন উপহার দেয়ার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।

হাসপাতালে চিকিৎসাধীন একজন জানান, অসুস্থ হয়ে পরিবার থেকে দূরে রয়েছেন তিনি। তবে চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে আসার পর থেকে পরিবারের অভাবটুকু তার অনুভূত হয়নি। ঈদের দিনে পরিবারের কথা ভেবে মন খারাপ হওয়াটা স্বাভাবিক। কিন্তু সেটিও হতে দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। এ হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা খুবই আন্তরিক। রোগীদের এমন একটি দিন উপহার দেয়ার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।

ফিল্ড হাসপাতালের পরিচালক বিদ্যুৎ বড়ুয়া বলেন, রোগীদের সঙ্গে ঈদ উদযাপন করেছি। একটা সুন্দর সময় কাটানোর মধ্যদিয়ে রোগীদের মনবল চাঙ্গা রাখার চেষ্টা করেছি।

রোগীরা যাতে মনে না করেন তারা পরিবারের বাইরে আছেন। গতকাল ঈদের দিনেও একজন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন