২৮ অক্টোবর ২০২৫

ফিল্ড হাসপাতালের সেবার মান উন্নত করা হবে- সৈয়দ নজরুল ইসলাম

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম নগরীর সল্টগোলাস্থ বিজিএমইএ কোভিড-১৯ ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেছেন প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম।

মঙ্গলবার (১০ আগস্ট) বিকাল ৩টার সময় বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে পরিদর্শন কালে আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক মিরাজ-ই-মোস্তফা (কায়সার), প্রাক্তন পরিচালক ও বিজিএমইএ হাসপাতাল বিষয়ক স্থায়ী কমিটির কো-চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরী ও রাকিব আল নাসের।

এসময় প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, গত মার্চ’২০২০ থেকে বৈশ্বিক মহামারী গোটা বিশ্বকে যে বিপর্যয়ের মুখে ফেলে দিয়েছে তা’থেকে উত্তরনের লক্ষ্যে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর (সিএসআর) অংশ হিসেবে বিজিএমইএ জুলাই’২০২০ সালে সল্টগোলা এলাকায় অবস্থিত বিজিএমইএ হাসপাতালকে ৫০ শয্যার কোভিড-১৯ ফিল্ড হাসপাতালে রূপান্তর করে। উক্ত হাসপাতালে আইসিইউ সেবা পর্যন্ত সব ধরণের সুযোগ সুবিধাসহ একটি বেইজমেন্ট ও ৩ তলা বিশিষ্ট সাড়ে ১৬ হাজার বর্গফুটের এই ফিল্ড হাসপাতালে ৬টি হাই-ফ্লো অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা হয়েছে। এলাকার স্থানীয় দরিদ্র জনসাধারণ ও চট্টগ্রাম অঞ্চলের পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীসহ করোনা সংক্রমনজনিত স্বাস্থ্যসেবায় বিজিএমইএ কোভিড-১৯ (করোনা) ফিল্ড হাসপাতাল চলমান দুর্যোগকালে মানবতায় সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। উক্ত হাসপাতালে সেবার মান বৃদ্ধি সহ পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তরের তিনি দিক নির্দেশনা প্রদান করে।

প্রসঙ্গক্রমে, ২০২০ সালের ১৪ আগষ্ট বিজিএমইএ’র পক্ষ থেকে চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের উপস্থিতিতে ফৌজদারহাটস্থ সরকারী চিকিৎসা প্রতিষ্ঠান বাংলাদশে ইনস্টটিউিট অব ট্রপক্যিাল এন্ড ইনফকেশাস ডিজিজেস (বিআইটিআইডি) কে জঞ-চঈজ মেশিন হস্তান্তর করা হয়েছে। এ’ছাড়াও বিআইটিআইডি- এর সহযোগীতায় বিজিএমইএ কোভিড-১৯ (করোনা) ফিল্ড হাসপাতালে “করোনা স্যাম্পল কালেকশন বুথ” স্থাপন করা হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রামের এই বিজিএমইএ হাসপাতালে মেটারনিটিসহ অন্যান্য চিকিৎসা সুবিধাদিও এই অঞ্চলের হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য উন্মুক্ত রয়েছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন