বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের সীতাকুন্ডে গড়ে ওঠা ফিল্ড হাসপাতালে এখন পর্যন্ত ৪১ জন রোগীকে সেবা দেয়া হয়েছে। এছাড়া করোনা পজেটিভ হওয়া ৪৪ বছর বয়সী এক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) হাসপাতালের উদ্যোক্তা ডা. বিদ্যুৎ বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।
বিদ্যুৎ বড়ুয়া বলেন, যাত্রা শুরুর পর থেকে চট্টগ্রামের ফিল্ড হাসপাতালে বাড়তে শুরু করেছে রোগীর সংখ্যা। গত কয়েকদিনে এ হাসপাতাল থেকে সেবা দেয়া হয়েছে ৪১ জন রোগীকে। এছাড়া বর্তমানে আইসোলেশনে ভর্তি আছেন একজন করোনা পজিটিভ রোগী।
তিনি আরও বলেন, আমার এখানে প্রায় প্রতিদিনই বিভিন্ন উপসর্গ নিয়ে রোগী আসেন। আমরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিই। তবে কারো শরীরে করোনা উপসর্গের লক্ষণ থাকলে হাসপাতালে ভর্তি রাখি। গত রোববার পর্যন্ত তিন জন রোগী ভর্তি ছিল হাসপাতালে। তাদের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় তাদের ছাড়পত্র দেয়া হয়েছে।
প্রসঙ্গত, ৪০ টি বেড এবং ৫ ভেন্টিলেটর সুবিধা নিয়ে গত ২১ এপ্রিল যাত্রা শুরু করে চট্টগ্রামের একমাত্র ফিল্ড হাসপাতাল।
বাংলাধারা/এফএস/টিএম













