২৫ অক্টোবর ২০২৫

ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম সিটি কর্পোরেশন ভ্রাম্যমান আদালতের মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে নগরীর কোতোয়ালী থানা এলাকায়।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

এসময় নন্দনকানন এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করায় একটি মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ফুটপাত দখল করে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে দুই প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

একই দিনে স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে লালখান বাজার ও কাজির দেউড়ী এলাকা পরিচালিত অভিযানে ফুটপাতে অবৈধ ভাবে মালামাল রাখার দায়ে আরও চারটি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করা হবে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন