২৩ অক্টোবর ২০২৫

ফুটপাথে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান জন্ম, পাশে দাঁড়াল পুলিশ

চট্টগ্রাম নগরের দেওয়ানহাট মোড়ে সড়কের পাশে সন্তান জন্ম দেওয়া মানসিক ভারসাম্যহীন এক নারী ও তার নবজাতককে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিয়েছেন চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট জাহিদুর রহমান এবং তার দুই সহকর্মী।

সার্জেন্ট জাহিদুর রহমান জানান, শুক্রবার সকালে ডিউটিতে থাকাকালীন এক কনস্টেবল এসে জানান, সড়কের পাশে এক মানসিক ভারসাম্যহীন নারী সন্তান প্রসব করেছেন।

খবর পেয়ে তিনি এবং সার্জেন্ট আবদুল্লাহ আল মুজাহিদ ও কনস্টেবল মহিউদ্দিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা দেখেন, নবজাতকটি সড়কেই পড়ে আছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিলেন এবং পথচারীদের কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেননি।

পরে পুলিশ সদস্যরা নারী পথচারীদের সহায়তায় মা ও শিশুকে একটি অ্যাম্বুলেন্সে তুলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ আছে।

আরও পড়ুন