চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট । আগামী ২৪ এপ্রিল রাঙামাটির মারী স্টেডিয়ামে এই বহুল প্রতীক্ষিত টুর্নামেন্টের পর্দা উঠবে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা দল।
এ উপলক্ষে আজ মঙ্গলবার (২২ এপ্রিল) চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিভাগীয় ক্রীড়া সংস্থা। এতে প্রতিযোগিতার নানা তথ্য তুলে ধরেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার শারমিন জাহান এবং সদস্য সচিব শাহনেওয়াজ রিটন
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা অংশগ্রহণ করছে। এগুলো হলো-চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও নোয়াখালী।
ভৌগোলিক অবস্থান ও দলগুলোর যাতায়াত সুবিধার কথা বিবেচনায় রেখে টুর্নামেন্টকে দুইটি জোনে ভাগ করা হয়েছে। ‘ক’ জোনের খেলাগুলো অনুষ্ঠিত হবে রাঙামাটিতে, যেখানে অংশ নিচ্ছে চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলা। অন্যদিকে ‘খ’ জোনের ম্যাচগুলো হবে কুমিল্লায়।দুই জোনের চ্যাম্পিয়ন দল পরবর্তীতে মুখোমুখি হবে শিরোপা নির্ধারণী ফাইনালে।
সংগঠকদের পক্ষ থেকে জানানো হয়, টুর্নামেন্ট সফল করতে ইতোমধ্যে জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় সভা, দলগুলোর জার্সি নির্ধারণ, ফিকশ্চার প্রস্তুত ও টুর্নামেন্টের বাইলজ অনুমোদনের মতো কার্যক্রম সম্পন্ন হয়েছে। জোনভিত্তিক ভেন্যু কমিটিও গঠন করা হয়েছে আয়োজক জেলা প্রশাসকদের নেতৃত্বে, যারা মাঠ ও অন্যান্য প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন।
সংবাদ সম্মেলনে বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এই আয়োজন তরুণ-যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে এবং মাঠমুখী করবে। একইসঙ্গে সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করেন তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. সিহাব উদ্দিন, সদস্য মোহাম্মদ হাফিজুর রহমান, সৈয়দ আবুল বাশার, চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শহীদুল ইসলাম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ ও চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি।
এআরই/বাংলাধারা