২৯ অক্টোবর ২০২৫

ফুটবলের পাশাপাশি হারমোনিয়াম পেল মেখল দয়াময়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়

বাংলাধারা প্রতিবেদন »

হাটহাজারী উপজেলার মেখল দয়াময়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সারপ্রাইজ হিসেবে ফুটবলের পাশাপাশি হারমোনিয়াম দিল উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৪ই ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার মেখল দয়াময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। এ সময় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের খেলাধুলার জন্য একটি ফুটবল উপহার দেন। শিক্ষার্থীদের সাংস্কৃতিক মনোভাবের বিপুল উৎসাহ উদ্দীপনা দেখলে ছাত্র-ছাত্রীদের একটি হারমোনিয়ামও উপহার হিসেবে দেন তিনি।

দয়াময়ী স্কুলের প্রধান শিক্ষিকা বলেন, আমাদের স্কুলের ছেলেমেয়েরা খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক চর্চাও করে থাকে। আমরা একজন আলোকিত মানুষের নিকট থেকে এমন দুটি উপহার পেয়ে আমরা সত্যিকার ভাবে কৃতজ্ঞ।

ইউএনও রুহুল আমিন বলেন, যে সব স্কুলে মাঠ আছে তাদেরকে সারপ্রাইজ ভিজিটে উপহার দেয়া হবে ফুটবল।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যদি নিয়মিত ফুটবল খেলে এতে করে তাদের মন-মানসিকতা উন্নত হবে এবং পাশাপাশি শরীর চর্চাও হবে। পর্যায়ক্রমে যে সব স্কুলে মাঠ আছে কিন্তু ফুটবল নেই সেইসব স্কুলের শিক্ষার্থীদের মাঝেও ফুটবল দেওয়া হবে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন