২৪ অক্টোবর ২০২৫

‘ফুটবলের মাধ্যমে বিভেদ নয়, ঐক্য গড়ে তুলতে হবে’

বান্দরবান প্রতিনিধি »

‘ফুটবলের মাধ্যমে বিভেদ নয় বরং ঐক্য গড়ে তুলতে হবে। খেলার মাঠে আমাদের মধ্যে কোন প্রকার বৈষম্য নাই বরং আমরা সবাই খেলোয়াড়। সকলকে একযোগে কাজ করে ফুটবলকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।’

শুক্রবার (২৪ জুন) বান্দরবান জেলা স্টেডিয়ামে সেনা রিজিয়নের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান সেনা জোনের উপ-অধিনায়ক মেজর এস. এম. মাহমুদুল হাসান সোহাগ, পিএসসি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, খেলাধুলা চর্চার সঙ্গে জড়িত থাকলে কোন যুবক-যুবতী অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হতে পারে না। তাই যুব সমাজকে লেখাপড়ার পাশাপাশি সাহিত্য সংস্কৃতি ও খেলাধুলার মাঠে ফিরিয়ে নিতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এধরনের খেলা চলমান রাখার আশ্বাস দেন।

এসময় বান্দরবান রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের সদর উপজেলার, রোয়াংছড়ি, নাইক্ষ্যংছড়ি, থানচি, রুমা, আলীকদম ও লামাসহ মোট ৭টি উপজেলার সেনাদল অংশগ্রহণ করেন।

এছাড়া ও বান্দরবান জেলায় বিজিবি ও সেনাবাহিনী সম্মিলিত দলসহ সর্বমোট আটটি দল ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবি, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ রিজিয়নের সেনা কর্মকর্তাবৃন্দ ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন