আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে ডিসি পার্কে চট্টগ্রাম ফুল উৎসবের গালা নাইট কনসার্ট অনুষ্ঠিত হবে ।
জনপ্রিয় ব্যান্ড নগর বাউলসহ বেশ কিছু ব্যান্ডদল এ কনসার্টে অংশ নেবেন । দর্শক-শ্রোতাদের ভিড়ের কথা বিবেচনা করে জিমনেশিয়াম মাঠের বইমেলা আজ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে, আগামীকাল শুক্রবার থেকে যথারীতি শুরু হবে বইমেলা।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ভিড় বিবেচনায় দর্শক-শ্রোতাদের নিরাপত্তার স্বার্থে বইমেলা একদিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমএ আজিজ স্টেডিয়াম এবং জিমনেশিয়াম মাঠের প্রবেশপথ একই। ধারণা করছি, কনসার্টে অনেক ভিড় হবে বলেন তিনি ।
তবে পরদিন থেকে আবারও বইমেলা শুরু হবে বলে জানান এই কর্মকর্তা।’
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি থেকে জিমনেশিয়াম মাঠে শুরু হয় বইমেলা। এবারের বইমেলায় ১৪০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে চট্টগ্রামের স্টল ৭৪টি ও ঢাকার স্টল ৪৪টি।
এর আগে, বইমেলা বন্ধ রাখার প্রসঙ্গে মতামত জানতে চেয়ে চসিককে চিঠি দেয় জেলা প্রশাসন। গত ৩ ফেব্রুয়ারি এ সংক্রান্ত চিঠিটি চসিকের প্রধান নির্বাহীকে পাঠায় জেলা প্রশাসক ফরিদা খানম।
ওই চিঠিতে উল্লেখ করা হয়, ফুল উৎসব-২০২৫’র সমাপনী অনুষ্ঠানের অংশ হিসেবে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে এম.এ. আজিজ স্টেডিয়ামে আগামী ৬ ফেব্রুয়ারি দেশের জনপ্রিয় ব্যান্ড (নগর বাউল, শিরোনামহীন, আর্টসেল, আরবোভাইরাস, এভোয়েডরাফা, লালন ব্যান্ড, তীরন্দাজ, উন্মাদ) এবং শিল্পীদের অংশগ্রহণে জাঁকজমকপূর্ণ গালা নাইট কনসার্টের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে লক্ষাধিক লোকের সমাগম হবে। এ উপলক্ষে গত ২ ফেব্রুয়ারি বাংলাদেশ সেনাবাহিনী, সিএমপি এবং ডিজিএফআইসহ নিরাপত্তা সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে অনুষ্ঠিত নিরাপত্তা সভায় উপস্থিত সদস্যবৃন্দ এবং ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকবৃন্দ কনসার্ট উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত বইমেলা জনসাধারণের সুষ্ঠু চলাচল ও নিরাপত্তার স্বার্থে ১ দিন বন্ধ রাখার বিষয়ে মতামত ব্যক্ত করেন। এমতাবস্থায়, আগামী ৬ ফেব্রুয়ারি এম.এ. আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য গালা নাইট কনসার্ট উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত বই মেলা জনসাধারণের সুষ্ঠু চলাচল ও নিরাপত্তার স্বার্থে ১ দিন বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।