লাইফস্টাইল ডেস্ক »
ভয়াবহ এক মরণব্যাধী ক্যানসার। প্রতিবছর অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছেন এর কারণে। প্রতিবছর ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবস পালিত হয়। ক্যানসারের মতো মারণরোগ নিয়ে মানুষকে সচেতন করার লক্ষ্যেই দিবসটি পালন করা।
বিশ্বজুড়ে যে ক্যানসারগুলোতে মানুষের সবচেয়ে বেশি মৃত্যু হয়, তার মধ্যে প্রধান হলো ফুসফুস ক্যানসার। সঠিক সময়ে চিকিৎসা করালে ভয়ানক ক্যানসার থেকেও সেরে ওঠা সম্ভব। এজন্য কিছু লক্ষণ দেখে আগেই সতর্ক হতে হবে।
অন্যান্য ক্যানসারের মতো ফুসফুস ক্যানসারেরও বেশ কিছু লক্ষণ রয়েছে। এমন কিছু লক্ষণ চলুন জেনে নিই-
প্রচণ্ড কাশি
মাত্রাতিরিক্ত কাশি ফুসফুস ক্যানসারের প্রাথমিক লক্ষণ। যত দিন যায়, কাশি তত বাড়তে থাকে। আর প্রায়ই কাশি হতে থাকে। এমন লক্ষণ দেখলে সতর্ক হয়ে যান।
কাশির সঙ্গে রক্ত
কাশির সঙ্গে রক্ত বের হওয়াও ফুসফুস ক্যানসারের লক্ষণ। এমন উপসর্গ দেখা দিলে, কাশি হলে কফের সঙ্গে লালচে রক্ত বের হয়।
বুকে ব্যথা
ফুসফুস ক্যানসারের প্রাথমিক লক্ষণগুলির মধ্যে একটি হলো বুকে ব্যথা। কাশতে কাশতে ব্যথা হওয়া ছাড়াও এমনিই হঠাৎ বুকে ব্যথা হতে থাকে।
শ্বাসকষ্ট
ফুসফুসের ভেতর ক্যানসার কোষ যত বাড়তে থাকে, ততই শ্বাস নিতে কষ্ট হয়। বুকে ব্যথার লক্ষণ ছাড়াও শ্বাসকষ্ট এই ক্যানসারে একটি বড় লক্ষণ। চিকিৎসকরা এই ব্যাপারে সতর্ক হতে বলেন।
খিদে কমে যাওয়া
ক্যানসারের একটি সাধারণ লক্ষণ ক্ষুধামন্দা। কোনো খাবার খেতে না চাওয়া, রোজকার খাওয়াদাওয়া কমিয়ে দেওয়া মোটেই ভালো লক্ষণ নয়। দীর্ঘদিন এমনটা চলতে থাকলে চিকিৎসকের পরামর্শ নিন।
ওজন কমে যাওয়া
ওজন কমে যাওয়াও ফুসফুস ক্যানসারের অন্যতম লক্ষণ। প্রায় সব ক্যানসারেরই একটি সাধারণ লক্ষণ। এ ব্যাপারে সতর্ক হোন।
ক্যানসারের এই লক্ষণগুলো বেশিরভাগ মানুষই সাধারণ স্বাস্থ্য সমস্যা ভেবে এড়িয়ে চলেন। ফলে পরবর্তীতে স্বাস্থ্য সমস্যা আরও জটিল হয়।













