২ নভেম্বর ২০২৫

ফেনীতে ওয়ানশুটার গানসহ আটক ১

বাংলাধারা প্রতিবেদন »

ফেনী জেলার সদর থানাধীন রেলওয়ে স্টেশনের পাশে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গানসহ একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৭।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর থানাধীন রেলওয়ে স্টেশনের পার্শ্বে রেলওয়ে জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃতের নাম- মোঃ শাহীন প্রকাশ বুলেট (১৯)। সে ফেনী জেলার সদর থানার বিরিঞ্জি জাগির মিয়া বাড়ীর কবির আহম্মদের ছেলে।

র‌্যাব-৭’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় ফেনী জেলার সদর থানাধীন রেলওয়ে স্টেশনের পার্শ্বে রেলওয়ে জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর কতিপয় সন্ত্রাসী অস্ত্রসহ অবস্থান করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে একজনকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃতের দেহ তল্লাশী করে তার প্যান্টের মধ্যে গোজানো অবস্থায় ১ টি ওয়ানশুটারগান উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আটককৃত জানায়, সে দীর্ঘদিন যাবত ফেনী জেলার বিভিন্ন অঞ্চলের সন্ত্রাসী বাহিনীর সাথে যোগসাজশে অবৈধ অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপ করে আসছে এবং সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে ত্রাশের রাজত্ব কায়েম করছে।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে ফেনী জেলার সদর থানায় ১ টি মামলা রয়েছে বলে জানা যায়।

আটককৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম/ইফ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ