বাংলাধারা প্রতিবেদন »
ফেনীতে চট্টগ্রামগামী মেইল ট্রেনের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী এনআর পরিবহনের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে বাসের তিন যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১১ জন।
রোববার (১১ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে ফেনী সদর উপজেলার ফতেপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
এদিকে এ দুর্ঘটনার পরপরই ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আহতরা হলেন- রাজশাহীর মনিরুল, কুমিল্লার আবদুল কুদ্দুস, নাটোরের ফারুক হোসেন, বেলাল, সজল, আরিফুল ইসলাম, আশিক, চাঁপাইনবাবগঞ্জের রুবেল, ফেনীর দুলাল, কিশোরগঞ্জের আজাহারুল ইসলাম, পাবনার রন্দু খান। আহতদের ১১ জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ফেনী জিআরপি পুলিশের এসআই সাইফুল ইসলাম পুরো ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রাম যাচ্ছিল। অন্যদিকে ‘ঢাকা মেইল’ ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। এ সময় ফতেহপুর রেল গেট খোলা ছিল। এতে বাস ও ট্রেন একই সময় পারাপারে এ দুর্ঘটনা ঘটে। এরপর ট্রেনের ধাক্কায় বাসটি ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেয়ার পর একজনের মৃত্যু হয়।
মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত ১১ জনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান এসআই সাইফুল ইসলাম।
বাংলাধারা/এফএস/এএ













