৩০ অক্টোবর ২০২৫

ফেনীতে যাত্রীবাহী বাসে তল্লাশী: ১৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ আটক ১

বাংলাধারা প্রতিবেদন »

ফেনী জেলার সদর থানাধীন লালপুল এলাকায় অভিযান চালিয়ে শ্যামলী পরিবহনের একটি বাস তল্লাশী করে ১৯ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭।

রবিবার (২০ অক্টোবর) দিবাগত রাত ১ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। আটককৃতের নাম- মোঃ মোশারফ হোসেন (২২)। সে ভোলা জেলার বোরহানউদ্দিন থানার দক্ষিণ বাতমারা গ্রামের মোঃ নূর ইসলামের ছেলে।

র‌্যাব-৭ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারা যায় যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি যাত্রীবাহী বাসে করে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট নিয়ে চট্টগ্রাম হতে ঢাকার দিকে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য রবিবার (২০ অক্টোবর) রাত ১ টার সময় র‌্যাবের একটি আভিযানিক দল ফেনী জেলার সদর থানাধীন লালপুলস্থ মুহুরী ফিলিং স্টেশনের দক্ষিণ পার্শ্বে আমানত হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশী শুরু করে।

এ সময় চট্টগ্রাম হতে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসকে তল্লাশীর জন্য সংকেত দিলে বাসের ড্রাইভার র‌্যাবের চেকপোস্টের সামনে এসে থেমে যায়। তাৎক্ষনিক র‌্যাব সদস্যরা গাড়ি এবং যাত্রী তল্লাশী শুরু করলে বাসের ভিতর থেকে ১ জন যাত্রী বের হয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামী মোঃ মোশারফ হোসেন (২২) কে আটক করে।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর সাথে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশী করে ১৯ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামীকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবত চট্টগ্রাম এবং কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৯৭ লক্ষ টাকা।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন