জলবায়ু সহিষ্ণু স্মার্ট শহর প্রতিষ্ঠার জন্য স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন পরিকল্পনা প্রকল্পের আওতায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফেনী পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ সম্পন্ন হয়েছে।
গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন-এর অর্থায়নে এবং সেভ দ্য চিলড্রেন-এর সহযোগিতায় ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) কর্তৃক আয়োজিত গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইপসা’র প্রজেক্ট কো-অর্ডিনেটর অরুণদর্শী চাকমা, সেভ দ্য চিলড্রেন-এর প্রজেক্ট অফিসার শোয়াইব মো. শীছ, ইপসা’র ফিল্ড অফিসার থুই নু মং মারমা।
এ কর্মসূচিতে ফেনী পৌরসভার ৪, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ৯টি নিম্ন আয়ের কমিউনিটিতে ৫ প্রজাতির প্রায় ৬৭০টি গাছের চারা বিতরণ এবং রোপণ করা হয়।
এ সময় অতিথিরা বলেন, ভবিষ্যতে এই গাছগুলো ফেনীকে সবুজ ও জলবায়ু সহিষ্ণু স্মার্ট ও টেকসই শহর গড়ে তুলতে এবং অভিযোজন কৌশলের পাশাপাশি গ্রিনহাউস গ্যাস, বিশেষত কার্বন ডাই-অক্সাইডের প্রশমনের জন্য বিশেষ ভূমিকা রাখবে।













