১৬ ডিসেম্বর ২০২৫

ফেন্সিডিলসহ ১৮ মামলার আসামি শীর্ষ মাদক ব্যবসায়ী ডাইল কাদের গ্রেফতার

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামের শীর্ষ মাদক ব্যবসায়ী আব্দুল কাদের (৪০) প্রকাশ ডাইল কাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত ডাইল কাদেরকে গ্রেফতার করে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।

সোমবার (২৮ জুন) ভোর ৫টায় নগরের কোতোয়ালী থানার মেরিনার্স রোডের পুরাতন ফিশারী ঘাটে অভিযান চালিয়ে দুই সহযোগীসহ কাদেরকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত অন্য দুই সহযোগী হলেন— মো. নিশান (৩০) ও মো. শিপন (২৬)।

জানা যায়, এর আগেও পুলিশ ও র‌্যাবের হাতে একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে আবারও সে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। কারণ হিসেবে কাদের জানিয়েছে, ইয়াবার চেয়ে পেন্সিডিলে লাভ বেশি, তাই এই ব্যবসা থেকে ফিরে যেতে চায় না সে।

কোতোয়ালী থানা সূত্রে জানা যায়, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫০টি পেন্সিডিল বোতল ও দুই সহযোগীকে গ্রেফতার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে কাদের জানায়, কুমিল্লা থেকে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে ফেন্সিডিল বিক্রয়ে তার কমিশন এজেন্ট আছে। সে মোটরসাইকেল, রিক্সা, পিকআপসহ বিভিন্ন যানবাহনে একাধিক কর্মচারীর মাধ্যমে ফেন্সিডিল হোম ডেলিভারী দেয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, আজ ভোরে পুলিশের অভিযানে কক্সবাজারে ১৫০ বোতল ফেন্সিডিল পাঠাতে গিয়ে দুই সহযোগীসহ ধরা পড়ে কাদের। তবে এ ঘটনায় জড়িত কাদেরের সহযোগী রাজীব দাশ ও পিকাপের ড্রাইভার রিপন পলাতক রয়েছে। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ