ক্রীড়া ডেস্ক»
লিওনেল মেসি বার্সায় থাকবেন, এটাই ধরে নিয়েছিল প্রায় সবাই। যে কারণে আগামী মৌসুমের জন্য মেসির নাম এবং নাম্বার অঙ্কিত জার্সি দুই মাস আগে থেকেই বিক্রি শুরু করে দিয়েছিল বার্সেলোনা। মেসিকে নিয়ে চলা টানাপোড়েনের কারণে এবার সমর্থকদের আগ্রহটাও ছিল বেশি।
কিন্তু শেষ মুহূর্তে স্বপ্নের মতো বদলে গেলো সব। মাত্র এক সপ্তাহের ব্যবধানে মেসি এখন বার্সার নয়, পিএসজির ফুটবলার। এমন পরিস্থিতিতে মেসির নামে বিক্রি হওয়া জার্সি এবং যে সব জার্সি বিক্রি হয়নি তবে এরই মধ্যে নানা স্টোরে শোভা পাচ্ছে- সেগুলোর কী হবে?
এরই মধ্যে মেসির নামে ছাপানো জার্সি যেগুলো বিক্রি করা হয়েছে তার মধ্যে প্রায় ৮০ ভাগ জার্সি ফেরত নেয়া হয়ে গেছে। উল্লেখ্য, মেসির নামে যে জার্সি বিক্রি হতো, তাতে প্রতি মৌসুমে বার্সার আয় হতো ২০ থেকে ৩০ মিলিয়ন ইউরো। যেটা থেকে এবার বঞ্চিত হবে তারা।
বিখ্যাত ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান নাইকি বার্সেলোনার জার্সি তৈরিকারী প্রতিষ্ঠান। বার্সেলোনা প্রায় ২ মাস সময় হাতে পাচ্ছে বিক্রি হওয়া জার্সিগুলো ফেরত নেয়ার জন্য। এরপর সেগুলো বার্সা ফেরত পাঠাবে নাইকির হেডকোয়ার্টারে।
বার্সেলোনার জেনারেল ডিরেক্টর অব ডায়াগোনাল ইনভার্সনস মার্ক সিরিয়া জানান, ‘মেমপিস ডিপের নামে যে সব জার্সি ছাপানো হয়েছে তার ১০টির মধ্যে ৫টি বিক্রি হয়ে গেছে। যে কারণে আমরা মেসির জার্সির বিনিময়ে প্রাপ্ত অর্থের প্রায় ৩০ ভাগ ক্ষতি পুষিয়ে নিতে পারবো বলে আশা করেছি’
বাংলাধারা/এফএস/এফএস













