২৪ অক্টোবর ২০২৫

ফেরি চালু, সঙ্কীর্ণ সড়ক! সন্দ্বীপে যানজটে হাঁসফাঁস

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার প্রাণকেন্দ্র এনাম নাহার মোড় এখন যেন যানজটের অন্য নাম। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত থেমে থেমে যানজটে স্থবির হয়ে পড়ে পুরো এলাকা। জনবহুল এই উপজেলার প্রায় ৩ লাখ ২৭ হাজার মানুষের চলাচলের মূল কেন্দ্র এই মোড়টিই এখন দুর্ভোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

উত্তরে সন্দ্বীপ ফায়ার সার্ভিস, দক্ষিণে থানার সামনে, পশ্চিমে সিটি সেন্টার আর পূর্বে মোহাম্মদ মিয়া কমপ্লেক্স—চারদিক থেকেই আসা গাড়ির চাপে অচল হয়ে পড়ে পুরো মোড়। যানবাহনের গতি কমে যায় প্রায় শূন্যে, মানুষকে অনেক সময় হেঁটেই গন্তব্যে পৌঁছাতে হয়, যা অনেক সময় কষ্টসাধ্য হয়ে পড়ে।

সঙ্কীর্ণ সড়ক আর অবৈধ পার্কিংই মূল কারণ

এনাম নাহার মোড় দিয়ে সংযুক্ত দেলোয়ার খাঁ সড়ক উত্তর-দক্ষিণে ১৮ ফুট প্রশস্ত হলেও পূর্ব-পশ্চিমমুখী গুপ্তছড়া সড়ক মাত্র ১২ ফুট। মাঝখানে সড়ক আরও সরু হওয়ায় গাড়িগুলোকে মন্থর গতিতে চলাচল করতে হয়, ফলে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

এছাড়া সড়কের তিনভাগের দুই ভাগ জুড়ে অবৈধভাবে পার্ক করা থাকে বিভিন্ন যানবাহন। বড় গাড়িগুলোর এলোমেলো আগমনও পরিস্থিতিকে করে তোলে আরও ভয়াবহ।

ফেরি সার্ভিস চালু হওয়ার পর বেড়েছে চাপ

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্দ্বীপ-কুমিরা ফেরি সার্ভিস চালু হওয়ার পর থেকে এই মোড় দিয়ে চলাচলের চাপ অনেক বেড়েছে। কিন্তু সড়ক অবকাঠামো উন্নয়ন না হওয়ায় যানজটও বেড়েছে বহুগুণ।

ট্রাফিক ব্যবস্থার অভাব পরিস্থিতিকে করছে আরও জটিল

এনাম নাহার মোড়ে নেই কোনো ট্রাফিক পুলিশ কিংবা নিয়ন্ত্রিত সিগন্যাল ব্যবস্থা। ফলে যত্রতত্র পার্কিং, যাত্রী ওঠানামা এবং চালকদের ইচ্ছামতো চলাচলের কারণে যানজট প্রতিদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের দাবি, দ্রুত সড়ক সম্প্রসারণ, অবৈধ পার্কিং বন্ধ, ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং সুশৃঙ্খল যাত্রী ব্যবস্থাপনা চালু না হলে এই মোড়ের যানজট পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন