২৪ অক্টোবর ২০২৫

ফেরি নিয়ে সন্দ্বীপ যাচ্ছেন ৭ উপদেষ্টা

চট্টগ্রাম জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপের যোগাযোগ ব্যবস্থায় নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। দীর্ঘদিনের ভোগান্তি ও প্রাণহানির অধ্যায় পেরিয়ে অবশেষে চালু হচ্ছে ফেরি সার্ভিস। চট্টগ্রামের স্থলভাগ সীতাকুণ্ড থেকে নৌপথে প্রায় ১০ মাইল পাড়ি দিয়ে সন্দ্বীপে পৌঁছানো যাবে এ সেবার মাধ্যমে।

সোমবার (২৪ মার্চ) সকালে অন্তর্বর্তী সরকারের নৌপরিবহণ উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন আনুষ্ঠানিকভাবে এ সার্ভিসের উদ্বোধন করবেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন। সাথে থাকবেন আরও ৬জন উপদেষ্টা

যোগাযোগের বাধা দূর হচ্ছে

বঙ্গোপসাগরের বুকে অবস্থিত সন্দ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ বরাবরই ছিল কষ্টসাধ্য। বর্ষাকালে উত্তাল সাগর পাড়ি দেওয়া প্রায় অসম্ভব হয়ে উঠত। এ পর্যন্ত বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। ২০১৭ সালে ‘সন্দ্বীপ ট্র্যাজেডি’ নামে পরিচিত দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়, ২০২২ সালে স্পিডবোট ডুবে প্রাণ হারান চারজন।

দীর্ঘদিন ধরে নিরাপদ নৌযান চালুর দাবিতে আন্দোলন করে আসছিল ‘আমরা সন্দ্বীপবাসী’সহ বিভিন্ন সংগঠন। ২০১২ সালে নির্মিত জেটি অব্যবহৃত থাকলেও, ২০২২ সালে সরকার ফেরি সার্ভিস চালুর সিদ্ধান্ত নেয়। তবে অবকাঠামোগত সমস্যার কারণে তা বাস্তবায়ন বিলম্বিত হয়।

ফেরিতে একসঙ্গে সাত উপদেষ্টা

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান অন্তর্বর্তী সরকারের সাত উপদেষ্টাকে সঙ্গে নিয়ে নিজ জন্মস্থান সন্দ্বীপ যাচ্ছেন। ফেরি সার্ভিস উদ্বোধন উপলক্ষে উপদেষ্টা ফাওজুলের সঙ্গে যাচ্ছেন আরও ছয়জন উপদেষ্টা। তারা হলেন:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান , নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা, এম সাখাওয়াত হোসেন ,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার , যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ,মুুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম ,প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় ।

এছাড়া, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী ও অধ্যাপক ডা. সায়েদুর রহমানও তাদের সঙ্গে থাকবেন।
সম্ভাবনার দ্বার খুলছে

সন্দ্বীপবাসীর স্বপ্নপূরণ

সন্দ্বীপের বাসিন্দা কবির সোহেল জানান, ফেরি সার্ভিস চালুর পথে অনেক বাধা অতিক্রম করতে হয়েছে উপদেষ্টা ফাওজুলকে। কিন্তু তিনি সব প্রতিকূলতা পেরিয়ে সফলভাবে চার লাখ সন্দ্বীপবাসীর স্বপ্ন বাস্তবায়ন করেছেন।

উপদেষ্টা ফাওজুল একাধিকবার সন্দ্বীপ পরিদর্শন করে প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “এ দ্বীপ আমার জন্মস্থান। আমার দায়বদ্ধতা আছে। সন্দ্বীপ অনেক দিক থেকে পিছিয়ে আছে। দ্বীপবাসীর যাতায়াত সমস্যা দূর করতে পেরে আমি আনন্দিত।”

ফেরি সার্ভিস চালুর মাধ্যমে সন্দ্বীপের মানুষের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো। এ উদ্যোগ সন্দ্বীপকে অর্থনৈতিক ও যোগাযোগ ব্যবস্থায় নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন