৪ নভেম্বর ২০২৫

ফের তিন অঙ্ক ছাড়াল পেঁয়াজের দাম

বাংলাধারা প্রতিবেদন »

পার্শ্ববর্তী ভারত পিয়াজ রফতানি সম্পূর্ণ নিষিদ্ধ করার পর থেকেই পেঁয়াজের দাম বেড়েই চলেছে। দেশের বাজারে সর্বোচ্চ ১২০টাকা প্রতি কেজি দরে বিক্রি হয়েছে পেঁয়াজ। রফতানিতে ভারতের নিষেধাজ্ঞা জারির ফলে একলাফে ১০০ টাকার ওপরে পিয়াজের দাম ওঠার পর কিছুটা কমতে শুরু করেছিল। আজ রবিবার ফের সেঞ্চুরি করেছে পিয়াজ। বাজারে এখন ১০০ টাকায় পিয়াজ বিক্রি হচ্ছে। গতকাল শনিবারও পিয়াজের দাম ছিল কেজি প্রতি ৯০ টাকা।

অভ্যন্তরীণ দাম নিয়ন্ত্রণে গত ২৯ সেপ্টেম্বর পিয়াজ রফতানি সম্পূর্ণ নিষিদ্ধ করে ভারত সরকার। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা আরোপ করে। এরপরই বাংলাদেশের বাজারে পিয়াজের দাম বেড়ে যায়।

এরপর ৪ অক্টোবর পুরনো এলসিগুলোর বিপরীতে ভারত সরকার পিয়াজ রফতানির অনুমতি দেয়ায় পাঁচদিন বন্ধের পরে হিলি স্থলবন্দর দিয়ে পিয়াজ আমদানি শুরু হয়। এরপর পিয়াজের ঝাঁজ কিছুটা কমতে শুরু করেছিল।

প্রকৃতিতে শীত আসতে না আসতেই বাজারে সরবরাহ বাড়ছে শীতকালীন সবজির। তাই মুলা, ফুলকপি, সিমসহ কমেছে প্রায় সব ধরনের সবজির দাম। পেঁয়াজ নিয়ে ভোগান্তি কমছে না ভোক্তাদের। সরবরাহ বাড়ার সাথে সাথে আবারও বেড়েছে দামও।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আজ রবিবার (১৩ অক্টোবর) পেঁয়াজের কেজি ৯০ থেকে ১০০ টাকা দরে বিক্রি করছে প্রতি কেজি পেঁয়াজ। এই দাম বৃদ্ধির সাথে সাথে ক্রেতাদের মধ্যে অস্বস্তি দেখা যায়।

পেঁয়াজ বিক্রেতারা বলেন, আমরা বেশি দামে পেঁয়াজ কিনে আনছি। পেঁয়াদের দাম সকাল বিকেল বাড়ছে আমরা হিমশিম খাচ্ছি দামের জন্য।

এই ভাবে চললে কয়েক দিনের মধ্যে আবারও দাম বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন