বাংলাধারা প্রতিবেদন »
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে নগরীর কেসিদে রোডের অস্থায়ী কার্যালয়ে নগর আওয়ামী লীগের বর্ধিত সভা ডাকা হয়েছে। ওই সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের থাকার সম্ভাবনা নেই। তবে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের উপস্থিত থাকার কথা রয়েছে।
রোববার (৮ মার্চ) সকালে নগর আওয়ামী লীগের একাধিক বিশ্বস্ত সূত্র বাংলাধারাকে এ তথ্য নিশ্চিত করে।
সূত্র বলছে, রোববার (৮ মার্চ) বিকেল তিনটার দিকে কেসিদে রোডের অস্থায়ী কার্যালয়ে নগর আওয়ামী লীগের বর্ধিত সভা ডাকা হয়েছে। ওই সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের থাকার সম্ভাবনা নেই। তবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনসহ শীর্ষ নেতারা।
বিদ্রোহী কাউন্সিলরদের বিষয়ে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত। মনোনয়ন পাওয়া প্রার্থীরা নির্বাচন করবেন। বিদ্রোহীদের প্রত্যাহার করতে হবে। কেউ যদি এই সিদ্ধান্ত না মানে তার ব্যাপারে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় এক সমাবেশে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও বিদ্রোহীদের প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দেন। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলও বলেছেন বিদ্রোহী প্রার্থীদের কোন দায়দায়িত্ব নেবেন না তিনি।
বাংলাধারা/এফএস/টিএম













