৭ নভেম্বর ২০২৫

ফের মা হচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

বাংলাধারা বিনোদন »

এই তো চলতি বছর জানুয়ারিতে মা হওয়ার খবর প্রকাশ্যে এনেছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ওই সময় জানা যায়, সারোগেসির মাধ্যমে তার এবং নিক জোনাসের সংসারে সন্তান এসেছে।

বছর শেষ না হতে আবারও প্রিয়াঙ্কা মা হওয়ার খবর পাওয়া গেছে একটি সূত্রে।

 প্রিয়াঙ্কা ও নিক দম্পতি তাদের কন্যাসন্তানের নাম রেখেছেন মালতী মারি চোপড়া জোনাস। তবে এখনও কন্যার মুখ দেখাননি ভক্তদের। যতবারই মেয়ের ছবি সামাজিকমাধ্যমে পোস্ট করেছেন ততবারই চেহারা আড়াল করে দিয়েছেন।

প্রিয়াঙ্কা-নিক দুজনেই নাকি চান মালতীর ভাইবোন আসুক। হয়তো সে জন্যই দ্বিতীয় সন্তান নিয়ে আসার পরিকল্পনা।

সূত্রে জানা যায়, এবারও তারা সারোগেসির মাধ্যমেই সেই পরিকল্পনা করছেন।

সূত্রটি আরো বলেছেন, নিক চান তার সন্তানদের বয়সের ব্যবধান খুব বেশি না হোক। নিক এবং তার ভাই কেভিন জোনাস ও জো জোনাসের মধ্যে বয়সের ফারাক যেমন কম, তেমনটাই হোক তার সন্তনাদের ক্ষেত্রে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ