২৪ অক্টোবর ২০২৫

ফেসবুকে এক অ্যাকাউন্ট থেকে চালানো যাবে ৫ প্রোফাইল

বাংলাধারা ডেস্ক »

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক অ্যাকাউন্ট থেকে চালানো যাবে পাঁচটি প্রোফাইল। নতুন ফিচারটির মাধ্যমে প্রোফাইলে ব্যবহারকারীর আসল নাম ব্যবহারের কোনো বাধ্যবাধকতা থাকবে না। এ ছাড়া পরিচয়সংক্রান্ত কিছু তথ্যও গোপন করা যাবে।

বিষয়টি নিশ্চিত করেছে সোস্যাল মিডিয়া জায়ান্ট মেটা।

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা বৃহস্পতিবার এক বিবৃতিতে এই নতুন ফিচার আনার ঘোষণা দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ফেসবুকে পরিবারের সদস্য ও বন্ধুদের জন্য আলাদা আলাদা প্রোফাইলে আলাদা কনটেন্ট পোস্ট করার সুবিধার জন্যই এমন ফিচার আনা হচ্ছে।

মেটা জানিয়েছে, নতুন এই ফিচারে অতিরিক্ত প্রোফাইলে ব্যবহারকারীর আসল নাম অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই। এ ক্ষেত্রে ব্যবহারকারীরা যেকোনো প্রোফাইল নেম ও ইউজার নেম বেছে নিতে পারবেন। তবে মাথায় রাখতে হবে, এই দুই ক্ষেত্রে যেন কোনো সংখ্যা বা বিশেষ অক্ষর ব্যবহার না করা হয়।

ফেসবুক বলেছে, ব্যবহারকারীকে প্রধান প্রোফাইল বা দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্রোফাইলে নিজের নাম ব্যবহার করতে হবে। অতিরিক্ত প্রোফাইলগুলোর সুবিধা নিতে অবশ্যই কোম্পানির নীতি মানতে হবে ইউজারকে। সেক্ষেত্রে চাইলে নিজের প্রোফাইলগুলোকে ভুলভাবে উপস্থাপন করতে পারবেন না ব্যবহারকারী। এই নিয়ম না মানলে ব্যবস্থা নেবে ফেসবুক।

বাংলাধারা/এসআরটি

আরও পড়ুন