৬ নভেম্বর ২০২৫

ফেসবুকে পোস্ট দিয়েই গলায় ফাঁস দিল এসএসসি পরীক্ষার্থী

আনোয়ারা প্রতিনিধি »

‘মায়া- না ভালো থাকতে দেয়, না বাঁচতে দেয়, মৃত্যুর দুয়ারে দাড়িয়ে দেয়’- ফেসবুকে এমন পোস্ট দিয়ে বোয়ালখালীতে মুহাম্মদ সালাউদ্দীন (১৭) নামের এক কিশোর আত্মহত্যা করেছে।

শুক্রবার দুপুরে উপজেলার চাতরী ইউনিয়নের বদু তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত কিশোর স্থানীয় মৃত নুরুল আলমের পুত্র ও চাতরী ইউনিয়ন বহুমুখী উচচ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী।

ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আনোয়ারা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জানা যায়, সে বড় ভাই মনিরের মুদির দোকানেও সময় দিতেন। শুক্রবার দুপুরে তার ভাইয়ের দোকানে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। ঘটনা জানাজানি হলে এলাকায় এবং তার পরিবারে শোকের ছায়া নেমে আসে। তবে আত্মহত্যার আগে ফেসবুকে তার দেওয়া পোস্ট নিয়ে নানান গুঞ্জন চলছে। প্রেম ঘটিত কারণে আত্মহত্যার মত ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

আনোয়ারা থানা অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাছান জানান, আমরা জানতে পারি মুহাম্মদ সালাউদ্দীন (১৭) শুক্রবার দুপুরে বাড়ি থেকে ভাত খেয়ে দোকানে এসে আত্মহত্যা করে। পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় আনোয়ারা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

চাতরী ইউনিয়নের চেয়ারম্যান আফতাব উদ্দীন চৌধুরী সোহেল এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং নিহতের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ