২৩ অক্টোবর ২০২৫

ফেসবুকে প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়িতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রক্তমাখা ছুরি দেখিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও সেনাপ্রধানকে হত্যার হুমকি দেওয়া আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ জুন) শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার জাফতনগর এলাকা থেকে তাকে আটক করে ফটিকছড়ি থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন উপজেলার জাফতনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত ছুন্নু মিয়ার ছেলে।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, আওয়ামী লীগ নেতা মো. আলমগীর হোসেন রক্তমাখা একটি ছুরি নিয়ে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও সেনাপ্রধানকে হত্যার হুমকি দেন।

এ সময় তাকে অশ্লীল ভাষায় গালাগাল করতেও দেখা যায়। সেই ভিডিওটির মন্তব্য বাক্সে বিভিন্ন ধরনের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। কেউ কেউ তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। পরে ঘটনার দিন রাতেই অভিযান চালিয়ে পুলিশ তাকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ জানান, “গতকাল রাতেই আমরা আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছি। পরে তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।”

আরও পড়ুন