২৪ অক্টোবর ২০২৫

ফেসবুকে শান্তি দিচ্ছে না অপরাধীরা

মাকসুদ আহম্মদ, বিশেষ প্রতিবেদক»

স্যোসাল মিডিয়া খ্যাত ফেসবুক এখন অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আইডি হ্যাক থেকে শুরু করে বিকৃত রুচির মন্তব্য দিয়ে লাইক, শেয়ার করার মতোই ঘটনা ঘটছে অহরহ। এছাড়াও বিভিন্ন আইডি খুলে অর্থ হাতিয়ে নেয়ার চক্রান্তে লিপ্ত বেশ কয়েকটি চক্র। অন্যের নাম ব্যবহার করে মানবসেবা বা মানব কল্যাণের নামে সাহায্যের আবেদনও বিরল নয়। অপরাধীদের এমন সব চক্রান্ত থেকে বাঁচতে হলে ফেসবুক ব্যবহারীকে যথেষ্ট সচেতন হতে হবে। অভিযোগ রয়েছে, ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই সুনিদৃষ্ট নীতিমালা মেনে চলছেন না।

এ বিষয়ে সিএমপির পশ্চিম জোনের ডিসি আব্দুল ওয়ারীশ বাংলাধারা প্রতিবেদককে বলেন, মামলাটি ডিজিটাল নিরাপত্তা আইনে হয়েছে। আসামীর বিরুদ্ধে আকবরশাহ থানা থেকে চার্জশীট তৈরী হলে তা সাইবার ট্রাইবুন্যাল আদালতে জমা দেওয়া হবে। কারণ যেহেতু ডিজিটাল নিরাপত্তা আইনের জন্য সাইবার আদালত গঠিত হয়েছে।

জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারী আকবরশাহ থানা পুলিশ চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে কর্মরত চিকিৎসক ডাঃ নুসরাত সুলতানার একটি অভিযোগ আমলে নিয়ে চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছে। ডাঃ নুসরাতের নামে ফেইসবুক পেইজ খুলে প্রতারনার মাধ্যমে অর্থ আদায়ের ঘটনায় জড়িত আসামীকে ঝিনাইদহ থেকে গ্রেফতার করেছে। গত ২২ ফেব্রুয়ারীর আকবরশাহ থানার মামলা নং-২২, ডিজিটাল নিরপত্তা আইনের ২০১৮ এর ২৩ ও ২৪ ধারায় নথিভুক্ত হয়েছে।

গ্রেফতারের পর মিরাজ পুলিশকে জানিয়েছে, সে ইরাক ফেরত প্রবাসী। দীর্ঘদিন ধরে ফেইসবুকে অনেক বেশী সংখ্যক ফলোয়ারধারী, স্বনামধন্য এবং জনপ্রিয় ব্যক্তিদের ফেসবুক নিয়ে ঘাটাঘাটি করেছে সে। ফেইসবুক আইডির প্রোফাইল হতে ছবি সংগ্রহ করে ভুয়া ফেইসবুক আইডি ও পেইজ খুলে। পরবর্তীতে উক্ত ভুয়া ফেইসবুক আইডি গুলো কিছুদিন যাবত এক্টিভ করে উক্ত ভুয়া আইডিগুলোতে বেশী সংখ্যক ফ্রেন্ড এড করে নেয়। যখন বেশী সংখ্যক ফ্রেন্ড এড হয়ে যায়, তখন ফেইসবুকের বিভিন্ন পেইজ হতে বিভিন্ন চাঞ্চল্যকর মানবিক ঘটনা এবং অসহায় মানুষের ছবি সংগ্রহ করে নিজেকে একজন মানবিক সংস্থার কর্মী পরিচয় দেয়। এমন মানবিক সাহায্য প্রার্থনা করে বিকাশের মাধ্যমে নগদ অর্থ সহায়তা চেয়ে থাকে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারী বিকেল সোয়া তিনটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) চিকিৎসক ডা: মোহাম্মদ মঈন উদ্দীনের স্ত্রী ডাঃ নুসরাত চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে কর্মরত ছিলেন। চর্মরোগ বিশেষজ্ঞ ডা: নুসরাত সুলতানার নাম ও ছবি ব্যবহার করে D. Nusrat Sultana, D Nusrat Sultana Urmi এবং Nusrat Sultana Urmi নামে ভূয়া ফেইসবুক আইডি খোলে প্রতারক। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) নামের একটি সংগঠন তিনি পরিচালনা করেন এবং ১টি স্ক্রিন লেজার সেন্টার স্থাপনের পরিকল্পনাও রয়েছে। এমন মিথ্যা তথ্য দিয়ে মানুষের কাছ থেকে বিকাশের মাধ্যমে মানবিক অর্থ সাহায্যের আবেদন পোস্ট করে এক হ্যাঁকার। ভূয়া ফেইসবুক একাউন্ট খুলে নুসরাতের আত্মীয় স্বজন সহ সাধারন জনগনের নিকট মানবিক আবেদনের কথা বলে বিভ্রান্তিকর তথ্য ও ছবি প্রকাশ করা হয় হ্যাকারের পক্ষ থেকে। কিন্তু এতে ডা: নুসরাত সুলতানার পেশাগত সামাজিক আত্মসম্মান ক্ষুন্ন হওয়ায় অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে সিএমপির আকবরশাহ থানায় লিখিত এজাহার দায়ের করলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি রুজু হয়।

আকবরশাহ থানার ওসি জহির হোসেনের তত্ত্বাবধানে এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুফল কুমার দাশ। পুলিশ ভুয়া ফেসবুক একাউন্ট বিশ্লেষণ করে ওচউজ হতে বিশ্লেষণ করে আসামীর অবস্থান নিশ্চিত করে। এ ঘটনায় অভিযুক্ত মিরাজ উদ্দিন প্রকাশ মিরাজ’কে শনাক্ত করে গ্রেফতার করা হয় গত ৮ মার্চ। আকবরশাহ পুলিশ ঝিনাইদহ সদর পুলিশের সহায়তায় মিরাজকে ঝিনাইদহ সদর থানাধীন নলডাঙ্গা ইউনিয়নস্থ আড়মুখী বাজারের শাহিনুর টেলিকম নামীয় দোকানের সামনে থেকে গ্রেফতার করে গত ৮ মার্চ বিকেলে। মিরাজের বাবার নাম আবু বক্কর ছিদ্দিক। তাদের গ্রামের বাড়ি ঝিনাইদহের নলডাঙ্গা ইউনিয়নের আড়মুখী বাজার সংলগ্ন আব্দুল হাকিম বিশ্বাসের বাড়ী।

আরও পড়ুন