২৪ অক্টোবর ২০২৫

ফেসবুকে স্পর্শকাতর ছবি পাঠিয়ে তরুণীকে ব্ল্যাকমেল, পর্নোগ্রাফি আইনে মামলা

স্পর্শকাতর

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে নাসরিন আক্তার নামক ২১ বছরের এক তরুণীকে তাঁর স্পর্শকাতর কিছু ছবি ও ভিডিও পাঠিয়ে ব্ল্যাকমেল চেষ্টা ও ইলেকট্রনিক মিডিয়াতে এসব ছড়িয়ে দেওয়াসহ হুমকি দেওয়ার অভিযোগে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন সিএমপির কোতোয়ালি থানায়।

গত ১৪ এপ্রিল (শনিবার) দুপুর ২টার দিকে নগরীর জুবিলী রোড এলাকায় এ ঘটনা ঘটে। তবে গত ১৭ এপ্রিল (বুধবার) ভুক্তভোগী ওই তরুণী সশরীরে থানায় হাজির হয়ে অজ্ঞাত নামা আসামিদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

এর আগে তিনি একই বিষয়ে সিএমপি কাউন্টার টেররিজম ইউনিটের সহযোগিতা নেন বলে জানা যায়। সঙ্গত কারণে নিউজে তরুণীর নাম গোপন রেখে ছদ্মনাম ব্যবহার করা হয়েছে।

মামলাটির বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক।

পুলিশ সূত্র জানায়, একটি ভুয়া ফেসবুক আইডি খোলে ইলেকট্রনিকস ডিভাইসের মাধ্যমে ব্যক্তিগত ছবি প্রকাশ ও সংরক্ষণ করে মানসিক নির্যাতন করার অপরাধে এ মামলাটি দায়ের করা হয়।

ওদিকে এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী নিকি নামে একটি ফেসবুক আইডি ব্যবহার করেন। গত ১৪ এপ্রিল দুপুর ২টা ১২ মিনিটের সময় তরুণী বাসায় অবস্থানকালে লিজা নামে আরেকটি ফেসবুক আইডি থেকে ‘হাই’ বলে ম্যাসেজ করেন। এবং তরুণীর ফেসবুক আইডি’র ম্যাসেঞ্জারে বিভিন্ন তথ্য জানতে চান।

একই দিন সন্ধ্যা ৬টা ১৪ মিনিটের সমর উক্ত ফেসবুক আইডি হতে আবারো তরুণীর ম্যাসেঞ্জারে তাঁর কয়েকটি স্পর্শকাতর ছবি পাঠান। এতে বিব্রতকর অবস্থায় পড়েন ওই তরুণী।

ওই ফেক আইডি থেকে জানানো হয় এসব ছবি ও ভিডিও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিয়ে সামাজিক মর্যাদা হানি করবেন। এছাড়াও নানা হুমকি প্রদান করেন।

গত ১৬ এপ্রিল পুনরায় রাত (অনুমান) ১০টার সময় পূর্বের ন্যায় উক্ত ফেসবুক আইডির ম্যাসেঞ্জারের মাধ্যমে তরুণীকে ফোন করে ম্যাসেঞ্জারে কথা বলার জন্য চাপ প্রয়োগ করেন। তরুণী কথা বলতে অনিহা প্রকাশ করলে আগের মতো ছবি ও ভিডিও প্রকাশ করে দেওয়ার ভয়ভীতি দেখাতে থাকেন। এমনকি তরুণীকে মানসিকভাবে নির্যাতন করতে থাকেন।

এ ঘটনায় ভুক্তভোগী তরুণী গত বুধবার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভারের দায়িত্ব পান কোতোয়ালি থানার এসআই মো. কায়রুল বাসার মাজিদ।

তিনি জানান, ‘ভুয়া ফেসবুক আইডি খুলে তরুণীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও প্রকাশের অভিযোগে মামলা করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।’

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক বলেন, ‘মামলাটি তদন্তাধীন পরে বিস্তারিত জানানো হবে। তবে এটাই বলতে পারি অনলাইনে পরিচিত ব্যক্তি ছাড়া বন্ধুত্বের অনুরোধ গ্রহণ করা যাবে না, নিজের ব্যক্তিগত ছবি বা ভিডিও কাউকে পাঠানো যাবে না এবং অপরিচিত ব্যক্তি থেকে আসা প্রস্তাব এড়াতে হবে।’

আরও পড়ুন