২৪ অক্টোবর ২০২৫

ফৌজদারহাটে পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রামের ফৌজদারহাটে পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে ট্রেনের একটি লাইন বন্ধ রয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।  

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ১২ টার দিকে ঢাকাগামী ট্রেনটি লাইনচ্যুত হয়।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশগুপ্ত বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। এখনো বিস্তারিত কিছুই জানি না। সবকিছু জেনে আপনাদের জানাবো।  

তিনি আরও বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। যেহেতু এটা ডাবল লাইন সেহেতু অন্য লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ডাউন লাইনে পণ্যবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন