২৪ অক্টোবর ২০২৫

ফ্রান্সকে হারিয়ে ১২ বছর পর ফাইনালে স্পেন

শেষবার ২০১২ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছিল স্পেন। এরপর এক যুগ কেটে গেলেও আর ফাইনাল খেলা হয়নি স্প্যানিশদের। তবে ২০২৪ জার্মান ইউরোতে এসে ঘুচল অপেক্ষার অবসান। সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনালের টিকিট কাটল স্প্যানিশরা।

মিউনিখে মঙ্গলবার (৯ জুলাই) রাতে রন্ডল কোলো মুয়ানির গোলে স্পেনের বিপক্ষে শুরুতে লিড নেয় ফ্রান্স। তবে এরপরেই ঘুরে দাঁড়ায় স্প্যানিশরা। প্রথমে লামিন ইয়ামালের দুর্দান্ত এক গোলে সমতায় আর তার মিনিট পাঁচেক পরে দানি অলমোর গোলে লিড নেয় স্প্যানিশরা। শেষ পর্যন্ত লিড ধরে রেখে ২-১ গোলের ব্যবধানে জিতে ফাইনালের টিকিট কাটে স্পেন।

মাস্ক খুলে ফেললেন কিলিয়ান এমবাপে। গতিময় ফুটবলে আক্রমণভাগের নেতৃত্বও দিলেন; কিন্তু গোল পেলেন না। বরং ১৬ বছর বয়সেই পাদপ্রদীপের আলোয় উঠে আসা লামিন ইয়ামাল সব আলো কেড়ে নিলেন। চমৎকার এক গোলে দলকে পথ দেখালেন তিনি। পিছিয়ে পড়ার ধাক্কা সামলে, ফ্রান্সকে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল স্পেন।

আরও পড়ুন