বাংলাধারা ডেস্ক »
ফ্রান্সের নিস শহরের একটি গির্জায় ছুরি হামলায় তিন জন প্রাণ হারিয়েছেন। এছাড়াও আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে বেশ কয়েকজন।
এ বিষয়ে নিস শহরের মেয়র ক্রিস্টিয়ান এস্ত্রোসি বলেছেন- ‘নটরডেম গির্জার ওপর নিঃসন্দেহে এটি একটি সন্ত্রাসী হামলা। হামলাকারীকে আটক করা হয়েছে।‘
গ্রেফতার হওয়ার পরও হামলাকারী ‘আল্লাহু আকবর’ ধ্বনি দিয়ে যাচ্ছিলেন বলে সাংবাদিকদের জানিয়েছেন মেয়র এস্ত্রোসি।
এর আগে, ১৬ অক্টোবর প্যারিসের স্কুল শিক্ষক স্যামুয়েল পেটিকে ছুরি হামলা চালিয়ে হত্যা করা হয়৷ তিনি ক্লাসরুমে বাকস্বাধীনতা পড়াতে গিয়ে হযরত মোহাম্মাদ (সঃ) এর কার্টুন দেখিয়েছিলেন বলে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।
ফ্রান্সে গত কয়েকবছর ধরে জঙ্গিরা দফায় দফায় সহিংস হামলা চালিয়ে আসছে। গত মাসেই ফ্রান্সের রম্য ম্যাগাজিন শার্লি এবদোর পুরনো কার্যালয়ের কাছে দুজন ছুরিকাহত হন। বিতর্কিত কার্টুন ছাপার জেরে ২০১৫ সালের ৭ জানুয়ারি প্যারিসে শার্লি এবদো কার্যালয়ে ঢুকে গুলি চালিয়ে ১২ জনকে হত্যা করে উগ্রপন্থি মুসলিম দুই ভাই। সেই হামলায় মারা গিয়েছিল ফ্রান্সের বিশিষ্ট কার্টুনিস্ট-সহ ১২ জন।
বাংলাধারা/এফএস/ওএস/এআর













