২৪ অক্টোবর ২০২৫

ফ্রেঞ্চ কাপ দিয়ে ফেরা হচ্ছে না মেসির

ক্রীড়া ডেস্ক »

ছুটি কাটিয়ে লিওনেল মেসি ফিরেছেন পিএসজির ডেরায়। দলটির সমর্থকরাও উন্মুখ হয়ে আছেন প্রিয় তারকাকে মাঠের লড়াইয়ে দেখতে। কিন্তু আপাতত তাদের অপেক্ষা কিছুটা বাড়ল। মেসিকে আরও বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পিএসজি কোচ।

পিএসজি সমর্থকরা হয়ত আশা করেছিলেন ফ্রেঞ্চ কাপে শাতোহুর বিপক্ষে ম্যাচেই খেলবেন মেসি। কিন্তু কাতার বিশ্বকাপ মিশনের ‘ধকল’ কাটিয়ে উঠতে আর্জেন্টাইন তারকাকে আরেকটু সময় দেওয়ার পক্ষে গালতিয়ে।

গত ডিসেম্বরে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। আসরে দুর্দান্ত খেলে দলকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে সামনে থেকে অবদান রাখেন মেসি। জিতে নেন প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের পুরস্কারও।

এরপর থেকে ছুটিতে ছিলেন মেসি। তা শেষে গত বুধবার ক্লাবে ফেরেন এবং যোগ দেন পিএসজির অনুশীলনে। তবে মাঠে ফেরার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলারকে।

ফ্রেঞ্চ কাপে রাউন্ড অব ৬৪-এ আগামী শনিবার তৃতীয় বিভাগের দল শাতোহুর বিপক্ষে খেলবে পিএসজি। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে লিগ ওয়ানের শিরোপাধারীদের কোচ গালতিয়ে নিশ্চিত করে দেন মেসির না খেলার বিষয়টি। তিনি আশাবাদী, লিগে আগামী ১১ ডিসেম্বর অঁজির বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরবেন ৩৫ বছর বয়সী এই ফুটবলার।

“আগামীকাল সে খেলবে না। তার সঙ্গে আলোচনা করার পর, আমরা চাই সে (অঁজির বিপক্ষে) পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুত থাকুক।”

মেসিকে ছাড়া খেলতে নেমে পিএসজির ২০২৩ সালের শুরুটা ভালো হয়নি। নতুন বছরে নিজেদের প্রথম ম্যাচে লিগ ওয়ানে লঁসের কাছে ৩-১ গোলে হেরে যায় গালতিয়ের দল। নিষেধাজ্ঞার কারণে ওই ম্যাচে খেলেননি ব্রাজিলিয়ান তারকা নেইমার।

বৃহস্পতিবার অনুশীলন করেননি এই ফরোয়ার্ড। ছুটিতে আছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে ও মরক্কান ডিফেন্ডার আশরাফ হাকিমি।

আরও পড়ুন