১৭ ডিসেম্বর ২০২৫

ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

হাটহাজারী প্রতিনিধি  »

চট্টগ্রাম আখতারুজ্জামান ফ্লাইওভারে জিইসি অংশে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তামিম(২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) রাত ১০টার দিকে ইউনেস্কো সিটি সেন্টারের সামনে অংশে এ দুর্ঘটনা ঘটে। নিহত তামিম হাটহাজারী উপজেলার ২নং ধলই ইউনিয়নের কাজিবাড়ির এলাকার শাহ আলমের ছেলে।

নিহতের স্বজনেরা বলেন, বাড়ি থেকে তামিম হামজারবাগের বাসায় যাচ্ছিল। ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কায় তামিম গুরুতর আহত হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, আখতারুজ্জামান ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তামিম নামে এক যুবককে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ