বাংলাধারা ডেস্ক»
চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত অমর একুশে বইমেলা জমে উঠেছে। গত পাঁচ দিনে ১০৮টি প্রকাশনার স্টলে ১৫ লাখ ৩৫ হাজার ৫৮০ লাখ টাকার বই বিক্রি হয়েছে বলে জানিয়েছেন বইমেলা কমিটির আহ্বায়ক কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ।
তিনি বলেন, বইমেলা শুরুর দুদিন পাঠকদের উপস্থিতি কম থাকলেও পরের তিন দিনে অবস্থার পরিবর্তন হয়েছে। আগামীকাল বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। এই আয়োজনে প্রধান অতিথি থাকবেন সিএমপি পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়।
জানা গেছে, গত পাঁচ দিনে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে প্রথমা, বাতিঘর, সাহিত্য বিচিত্রার স্টলে। এর মধ্যে ৮ ফেব্রুয়ারি প্রথমা’র স্টলে ১২ হাজার টাকা, ৯ ফেব্রুয়ারি সাহিত্য বিচিত্রার স্টলে ১০ হাজার টাকা, ১০ ফেব্রুয়ারি প্রথমা’র স্টলে ২৫ হাজার টাকা, ১১ ফেব্রুয়ারি বাতিঘরের স্টলে ১৩ হাজার টাকা এবং ১২ ফেব্রুয়ারি প্রথমা’র স্টলে ১৮ হাজার টাকা বিক্রি হয়েছে।
উল্লেখ্য, এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আয়োজনে প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত ২১ দিনব্যাপী চলবে অমর একুশে বইমেলা। তবে সকল ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা চলবে।













