বাংলাধারা ডেস্ক »
মেডিক্যাল কলেজের বই কেনায় অনিয়মের ঘটনায় তিনি সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদফতর।
অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পপনা ও উন্নয়ন) এএইচএম এনায়েত হোসেনকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এই তথ্য জানিয়েছেন।
কমিটির অন্য দুই সদস্য হলেন- অধিদফতরের এমআইএস (ম্যানেজমেন্ট ইনফরমেশন সার্ভিস) বিভাগের পরিচালক সমীর কান্তি সরকার ও ডেপুটি ডিরেক্টর (অর্থ) ডা. কে এম তারিক।  
ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।’
শুক্রবার (৩০ আগস্ট) এবিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ঘটনার সত্যতা যাচাই করতে এই কমিটি গঠন করা হলো।
বাংলাধারা/এফএস/এমআর
				












