২৪ অক্টোবর ২০২৫

বই মেলায় প্রকাশিত হয়েছে অ্যাডভোকেট নাজমুল হাসানের অনুকাব্য ‘চারআনা’

অমর একুশে বই মেলায় প্রকাশিত হচ্ছে অ্যাডভোকেট নাজমুল হাসানের অনুকাব্য ‘চারআনা’। বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা ‘কালধারা’। বইটির প্রচ্ছদ এঁকেছেন মিজানুল হক চৌধুরী।

প্রথমবারের মতো অনুভূতির অনুকাব্য আকারে প্রকাশিত হলেন অ্যাডভোকেট মুহাম্মদ নাজমুল হাসান।‘চার আনা’ তাঁর জীবনের অভিজ্ঞতা, অনুভূতি এবং চিন্তার একটি অনন্য দলিল। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি যে ঝোঁক ছিল, সেটিই আজ প্রকাশিত হয়ে ধরা দিয়েছে এই বইয়ে। ‘চার আনা’ কেবল একটি বই নয়, এটি পাঠকের মনে নতুন আলো জ্বালানোর একটি প্রচেষ্টা। লেখক তাঁর ভাষার মাধুরী ও গভীরতায় পাঠকদেরকে নতুন চিন্তার দিকে আহবান জানাচ্ছেন। যেখানে পাঠক পাবেন ‘হুল’ ফোটানোর সাথে সাথে রোমাঞ্চ আর স্যাটায়ার।

এটি পাঠকদের জন্য একটি অনন্য সাহিত্যিক ভ্রমণ, যেখানে রয়েছে চিন্তা, মানবিকতা, ভালোবাসা, দেশপ্রেম, ধর্মচিন্তা এবং সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতার গল্প।

প্রসঙ্গত : মুহাম্মদ নাজমুল হাসান আঞ্চলিক পত্রিকা ‘চলমান মিরসরাই’র মাধ্যমে সাংবাদিকতা দিয়ে শুরু করে আজকের পত্রিকাসহ বিভিন্ন জাতীয় পত্রিকায় সুনামের সাথে সাংবাদিকতা করেছেন। সম্পাদনা করছেন ‘আমার মিরসরাই’ পত্রিকার। তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শিশু কিশোর সাহিত্য সংসদ থেকে প্রকাশিত শিল্প-সাহিত্য ও শিক্ষা বিষয়ক লিটল ম্যাগাজিন ‘বাবুই’ এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

লেখক একজন আপাদমস্তক সমাজকর্মী। তিনি আন্তর্জাতিক সেবা সংগঠন ‘লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম গ্রীণ ভ্যালী’র জয়েন্ট  হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠা করেছেন ‘ইগনাইট মিরসরাই’ নামক স্বেচ্ছাসেবী সংগঠন।

মুহাম্মদ নাজমুল হাসান পেশায় একজন আইনজীবী। তিনি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে সুনামের সাথে আইনপেশায় নিজেকে যুক্ত রেখেছেন। ইতোমধ্যে তিনি মিরসরাইতে ‘মানাবিক আইনজীবী’ হিসেবে সর্বমহলে পরিচিতি লাভ করেছেন।

তিনি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার  জোরারগঞ্জ ইউনিয়নস্থ দক্ষিণ সোনাপাহাড় গ্রামে জন্মগ্রহন করেন। তাঁর পিতার নাম আব্দুল আলিম বাচ্চু এবং মাতার নাম কহিনুর বেগম। দুই এক বোনের মধ্যে তিনি সবার বড়।b

আরও পড়ুন