৪ নভেম্বর ২০২৫

বকেয়া বেতনের দাবিতে ডেনিম এক্সপার্ট লিমিটেডের শ্রমিকদের বিক্ষোভ

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম কর্ণফুলী ইপিজেডের ১ নম্বর রোডে ডেনিম এক্সপার্ট লিমিটেড নামক প্রতিষ্ঠানের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে।

মঙ্গলবার (১২ মে) সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কর্ণফুলী ইপিজেডের ডেনিম এক্সাপার্ট লিমিটেডে প্রায় আড়াই হাজার শ্রমিক কর্মরত রয়েছে। অধিকাংশ শ্রমিকের বেতন দেওয়া হলেও সেখানে ‘টপ ম্যানেজমেন্ট’-এ প্রায় ৩শত শ্রমিকের দুই মাসের বেতন ৬০ ভাগ বকেয়া রেখেছে প্রতিষ্ঠানটি। এছাড়া ২০১৯ সালের নভেম্বর মাসেরও ৬০ ভাগ বেতন এখনো পরিশোধ করেনি।

শ্রমিকরা জানায়, গত ২ মাসের বকেয়া বেতনের ৬০ ভাগ পরিশোধসহ এখনও কোন বোনাস পাইনি। গতকাল সোমবার বকেয়া বেতন দেওয়ার তারিখ ছিল। আজ বেতনের কথা জানতে গেলে সবাইকে ছুটি দিয়ে দেয়। এরপর আমরা গেটে এসেই বিক্ষোভ করছি।

কর্ণফুলী ইপিজেডের (কেইপিজেড) জেনারেল ম্যানেজার মসিউদ্দিন বিন-মেজবাহ বলেন, টপ ম্যানেজমেন্টের সম্ভবত প্রায় ৩শ ওয়ার্কারের বেতন ৪০ ভাগ পরিশোধ করা হয়েছে। বাকি বেতন পরিশোধ করার চেষ্টা চলছে।

বাংলাধারা/এফএস/টিএম 

আরও পড়ুন