২৩ অক্টোবর ২০২৫

বঙ্গবন্ধুকন্যার হাতেই দেশ নিরাপদ— কর্ণফুলীতে ভূমিমন্ত্রী

আনোয়ারা প্রতিনিধি »

‌‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হত। তবে বঙ্গবন্ধুকে শহীদ করে বাংলাদেশের অগ্রগতি রোধ করা যায়নি। কারণ তার কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব দেশকে উন্নয়নের এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।’

সোমবার (১৫ আগস্ট) দুপুরে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা উপজেলার ক্রসিং এলাকায় উপজেলা আওয়ামী লীগের আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।

ভূমিমন্ত্রী বলেন, যে চক্রটি ফেসবুকের অপপ্রচার করছে, তাদের আশা কখনও পূরণ হবে না। বাংলাদেশের পরিস্থিতি কখনো শ্রীলঙ্কার মতো হবে না। রেমিট্যান্স যোদ্ধারা দেশে পাঠাচ্ছেন রেমিট্যান্স। ইতোমধ্যে শেষ হয়েছে মেগা প্রকল্পের কাজ। স্বপ্নের পদ্মা সেতু, কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত হয়েছে বঙ্গবন্ধু টানেল। পাল্টে গেছে দেশের চিত্র। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনা সরকারকে জয়ী করার আহবানও জানান তিনি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আমির আহমদের সঞ্চালনায় উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

আরও পড়ুন