ফটিকছড়ি প্রতিনিধি»
চট্টগ্রামের ফটিকছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার পাল্টাপাল্টি কর্মসূচীতে ১৪৪ ধারা ইস্যুতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগের একাংশ।
শুক্রবার (২৭ আগস্ট) বিকালে উপজেলার নাজিরহাটের একটি কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামীলীগ ওই অংশের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম সিকদার। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা ফটিকছড়ি কলেজ মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করতে ২৩ আগস্ট ইউএনও মহোদয় থেকে লিখিত অনুমতিও নিয়েছি। কিন্তু বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ করে ঐ এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। মূলত আওয়ামী লীগে অনুপ্রবেশকারী একটি মহল ছাত্রলীগকে ব্যবহার করে বঙ্গবন্ধু স্মরনে এ অনুষ্ঠানে কৌশলে বাঁধা প্রদানে ভুমিকা রেখেছে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকির অনুষ্ঠানে বাঁধা প্রদানকারীরা কখনো আওয়ামী লীগ হতে পারে না, তারা মূলত বিএনপি-জামায়াতের প্রেতাত্মা।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তৌহিদুল আলম বাবু বলেন, আমরা অনুমতি নেওয়া সত্ত্বেও রাতের আঁধারে বঙ্গবন্ধুর স্মরণ সভা স্থলে ১৪৪ ধারা জারি করে মূলত ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা দিয়েছে প্রশাসন। যা ফটিকছড়ির ইতিহাসে নজিরবিহীন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।
অপর এক প্রশ্নের জবাবে জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব বলেন, শোক দিবসের কর্মসূচীতে বাধা প্রদানকারীরা কখনো বঙ্গবন্ধুর প্রকৃত অনুসারী হতে পারে না।
সাবেক এই ছাত্রলীগ নেতা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়রকে দোষারোপ করে আরো বলেন, নাজিম-ইসমাইল গং ফটিকছড়ি আওয়ামীলীগের কমিটিতে জামায়াত-বিএনপির অনুপ্রবেশ ঘটিয়ে দলকে কলুষিত করেছে। তারা নিজেদের স্বার্থে ছাত্রলীগের কোমলমতি ছেলেদের ব্যবহার করছে। এ অবস্থা থেকে উত্তোরণে জেলা ও কেন্দ্রিয় নেতাদের সু-দৃষ্টি কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, দিদারুর বশর চৌধুরী দুদু, আমান উল্লাহ চৌধুরী লিটন, মুহাম্মদ শাহনেওয়াজ, এস.এম শামসুদ্দীন, খায়রুল বশর চৌধুরী, , ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দীন শাহীন, হারুনুর রশিদ, শফিউল আজম, জয়নাল আবেদীন, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী সৈয়দা রিফাত আক্তার নিশু, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, সাজেদা সাফা, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ আলী সিদ্দিকী, আব্বাস উদ্দীন বাদল, সাজিদ হায়দার রেজা, মৎস্যজীবী লীগ নেতা হারুনুর রশিদ, হাসান সরোযার আজম, এনামুল হক বাবুল, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, মিনহাজুল ইসলাম জসিম, জুলফিকার আলী ভুট্টু, যুবলীগ নেতা মীর মোরশেদুল আলম, হাসানসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলন শেষে কর্মসূচীর আলোকে বঙ্গবন্ধুর বিভিন্ন দিক আলোচনা ও বঙ্গবন্ধুর মাগফিরাতে দোয়া ও মোনাজাত করা হয়।
এদিকে, ফটিকছড়ি কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হয় আজকের কর্মসূচী তাদের পুরো মাসের সিডিউলে ছিলো।
প্রসঙ্গত ২৭ আগস্ট ফটিকছড়ি কলেজ অডিটরিয়ামে বঙ্গবন্ধুর মৃত্যু বার্ষিকী উপলক্ষে পাল্টাপাল্টি কর্মসূচীর আয়োজন করে উপজেলা আওয়ামীলীগের একাংশ ও কলেজ শাখা ছাত্রলীগ। কর্মসূচীকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ২৭ আগস্ট রাত ১ টায় ফটিকছড়ি কলেজ ও বাস স্ট্যান্ডের ২০০ গজ এলাকার মধ্যে সকাল ৬ টা থেকে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
বাংলাধারা/এফএস/এফএস













