রাঙ্গুনিয়া প্রতিনিধি »
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা ওয়াকিল আহমদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
রোববার (৭ মে) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান বলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর ওমর ফারুক।
প্রবীণ রাজনীতিবিদ ওয়াকিল আহম্মদ তালুকদার রাঙ্গুনিয়া পৌরসভার ইছামতী তালুকদার বাড়ীর বাসিন্দা। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৯৫ বছর। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
সর্বজনশ্রদ্ধেয় ওয়াকিল আহমদ ১৯৭৯ সালে রাঙ্গুনিয়া সংসদীয় আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ছিলেন। এছাড়া ২০০৮ ও ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গুনিয়ার সাংসদ ড. হাছান মাহমুদের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
স্থানীয় কাউন্সিলর ওমর ফারুক বলেন, তাঁর (ওয়াকিল আহমদ) কোনো জটিল রোগ ছিল না। ডায়াবেটিস একেবারে কমে যাওয়ায় ঈদের আগে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওয়াকিল আহমদের প্রথম জানাজা সকাল ১১টায় চট্টগ্রাম আমিরবাগে এবং দ্বিতীয় জানাজা বাদ আসর মরিয়ম নগর তালুকদার বাড়িতে অনুষ্ঠিত হবে।
এদিকে ওয়াকিল আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান সিকদার।