বাংলাধারা ডেস্ক »
শোকাবহ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (১৫ আগস্ট) সকাল ৬টায় ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ তিনি।বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। সে সময় বিউগলে করুণ সুর বাজানো হয়।
এরপর বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।
পরে বনানী কবরস্থানে ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধুর পরিবারের অন্যান্য সদস্যদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
শ্রদ্ধা জানান মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সামরিক বেসামরিক কমর্তারা।
এদিকে, জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারী-বেসরকারী উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এর অংশ হিসেবে ১৫ আগস্ট সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি ভবনসহ বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
করোনা মহামারির কারণে এবারের শোক দিবসের কর্মসূচি সীমিত পরিসরে হচ্ছে। কর্মসূচিতে সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরিধানের নির্দেশনা দেয়া হয়েছে।
আরও পড়ুন : বনানী কবরস্থানে প্রধানমন্ত্রীর ফাতেহা পাঠ ও মোনাজাত
বাংলাধারা/এফএস/এআই













