নিজস্ব প্রতিবেদক »
শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ রূপান্তরের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আবদুস সবুর লিটন।
বুধবার (১১ জানুয়ারি) সকালে টাইগারপাসস্থ চসিক নগর ভবনের সম্মুখ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে তিনি এ মন্তব্য করেন।
সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পর্যবেক্ষণের উদ্দেশে দক্ষিণ কোরিয়ায় গেছেন। নগর পিতার অনুপস্থিতিতে প্যানেল মেয়র-১ আবদুস সবুর লিটন ভারপ্রাপ্ত মেয়র হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের কাউন্সিলর।
দায়িত্ব গ্রহণের প্রথম দিন সকালে টাইগারপাসস্থ চসিক নগর ভবনের সম্মুখ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন আবদুস সবুর লিটন। এরপর বঙ্গবন্ধুর রাজনৈতিক সহচর এম এ আজিজের ৫২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীর হালিশহরস্থ তার কবরে মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর পক্ষে পূস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় তিনি বলেন, চট্টগ্রামের কৃতি সন্তান এম এ আজিজের রাজনৈতিক জীবন থেকে শিক্ষা নিতে পারলে আগামী দিনে বঙ্গবন্ধুর কাঙ্খিত সোনার বাংলা গড়া সম্ভব হবে। তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ রুপান্তরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের তৈরি হওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর নুর মোস্তাফা টিনু, সংরক্ষিত কাউন্সিলর রুমকী সেনগুপ্ত ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদ, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো. হুমায়ুন কবির চৌধুরী, উপ-সচিব আশেক রসুল চৌধুরী টিপু, সিবিএ‘র ভারপ্রাপ্ত সভাপতি জাহিদুল আলম চৌধুরী প্রমুখ।
এদিন বিকালে টাইগারপাসস্থ চসিক নগর ভবনের সম্মেলন কক্ষে চট্টগ্রামের লেখক-প্রকাশক, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী ও সাংবাদিকদের সাথে ২১ দিনব্যাপী অমর একুশে বইমেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এ সময় তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে না তাদের প্রকাশিত বই যাতে মেলায় স্থান না পায় সে ব্যাপারে সকলকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম চত্ত্বরে ২১দিনব্যাপী এ বই মেলা আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে । এবারের মেলার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ১৪ ফেব্রুয়ারি বসন্ত উৎসব উদযাপন।
সভায় সভাপতিত্ব করেন চসিক শিক্ষা স্থায়ী কমিটির সভাপতি ও বই মেলা পরিষদের আহবায়ক ওয়ার্ড কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহম্মেদ মঞ্জু। এতে আরও বক্তব্য রাখেন, কাউন্সিলর আবদুস সালাম মাসুম, মো. আতাউল্লাহ চৌধুরী, সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদ, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, উপসচিব ও বই মেলার সমন্বয়ক আশেক রসুল চৌধুরী টিপু, মুক্তিযুদ্ধ গবেষক ডা. মাহফুজুর রহমান, সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি মহিউদ্দিন শাহ আলম নীপু, ড. আজাদ বুলবুল, সাধারণ সম্পাদক আলী প্রয়াস, দেওয়ান মাকসুদ আহমেদ, ড. গাজী গোলাম মওলা, সাইফুদ্দিন আহমেদ সাকী, শুকলাল দাশ, অধ্যাপক ড. শামসুদ্দিন শিশির, আবদুল হালিম দোভাষ, কবি আইয়ুব সৈয়দ, শাহাবুদ্দিন মজুমদার, রাশেদ হাসান, আ.ফ.ম মোদাচ্ছের আলী, রাজীব রাহুল, দীপেন চৌধুরী, দিপক কুমার দত্ত, নুরুল আবছার, এড. মিলি চৌধুরী, মর্জিনা আকতার, নিশাত হাসিনা শিরিন, বিশ^জিৎ পাল, শাহাবুদ্দিন হাসান বাবু, দেবাশীষ রুদ্র, মিজানুর রহমান শামিম, নজরুল ইসলাম মোস্তাফিজ, প্রণব চৌধুরী, জয়নুদ্দিন আহম্মদ প্রমুখ।













