চবি প্রতিনিধি »
স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজের নবনিযুক্ত শিক্ষকবৃন্দ।
শনিবার (১১ মার্চ) চবির ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস’র সহযোগী অধ্যাপক ড. শাহ নেওয়াজ চৌধুরী এবং ওশানোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক সায়েদুল ইসলাম সরকারের নেতৃত্বে অনুষদের দু’টি বিভাগের নবনিযুক্ত শিক্ষকরা বঙ্গবন্ধুর সমাধিসৌধে এই শ্রদ্ধা জানান।
পরে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন তারা। এসময় তারা বঙ্গবন্ধু ও পচাত্তরের ১৫ আগস্টে শাহাদাতবরণকারী বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। একইসাথে সুখী সমৃদ্ধ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গবেষণা নির্ভর জ্ঞান সৃজনের প্রতি সচেষ্ট থাকার বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস’র নবনিযুক্ত প্রভাষক ইশতিয়াক আহমেদ চৌধুরী, রায়হানুর ইসলাম রাসেল, সৌরভ সাহা জয়, মিঠু রঞ্জন সরকার এবং ওশানোগ্রাফি বিভাগের প্রভাষক মো. আতিকুল ইসলাম মন্ডল, মোহাম্মদ রোকন উদ্দিন, মো. শিপন হোসেন, জাহিদ হাসান নাহিদ, উম্মে তাহুরা এবং উম্মে ইফফাত।
বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স’র রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষরের পাশাপাশি শিক্ষকবৃন্দ বঙ্গবন্ধুর আদিবাড়ি, বঙ্গবন্ধু জাদুঘর এবং সমাধি কমপ্লেক্স’র গণগ্রন্থাগার পরিদর্শন করেন।












