২৫ অক্টোবর ২০২৫

বঙ্গবন্ধুর স্বপ্নেই কক্সবাজারকে সাজানোর উদ্যোগ চলছে : গণপূর্ত প্রতিমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি »

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমদ এমপি বলেছেন, সুখি-সমৃদ্ধ সোনার বাংলা গঠনই ছিল জাতির পিতার একমাত্র লক্ষ্য। সাধারণ মানুষের জীবনধারণ উপযোগী শোষণ ও বঞ্চনামুক্ত স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন বঙ্গবন্ধু। এই দর্শন ও আদর্শকে ধারণ করে তরুণ প্রজন্মকে এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এগিয়ে যাবে। দেশ গঠনের কাজে আমাদের সবার সহযোগিতা করা দরকার।

৪৫তম জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাহাদাত বার্ষিকীর স্মরণে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জোমে সংযুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ক্ষুধা-দারিদ্র্য, শোষন-বঞ্চনা ও দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েই বাংলাদেশ স্বাধীন করেছিলেন বঙ্গবন্ধু। বাবার দেখানো সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই স্বপ্নের হাত ধরে কক্সবাজারকে আধুনিক বিশ্বমানের পর্যটন নগরী গড়তে এগুচ্ছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। এটি বাস্তবায়নে সবার আন্তরিক সহযোগিতা দরকার।

সোমবার (১৭ আগষ্ট) বেলা ১১ টায় উন্নয়ন কর্তৃপক্ষের নতুন বিল্ডিং মিলনায়তনে কউকের চেয়ারম্যান লে. কর্নেল ফোরকান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির জনক শেখ মুজিবুর রহমান দেশ নায়ক হিসবে যেমন সফল, তেমনি সফল রাজনীতিবিদ হিসেবেও। যুদ্ধপরবর্তী মাত্র তিন বছরের মধ্যে যুদ্ধবিধ্বস্ত সকল সড়ক ও স্থাপনা বঙ্গবন্ধু পূনরায় নির্মাণ করেছিলেন। অথচ আমারা ৫বছরেও একটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ করতে পারিনা আমলাতান্ত্রিক জটিলতার কারণে।

বক্তারা বলেন, ঘাতকরা ভেবেছিল বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার করা হলে এ দেশ থেকে বঙ্গবন্ধুর নাম চিহ্ন মুছে যাবে। এ কারণে সেদিন ঘাতকরা শিশু শেখ রাসেলকেও রেহায় দেয়নি।খুনিরা ভুলে গিয়েছিল বঙ্গবন্ধু একটি আদর্শের নাম বঙ্গবন্ধু মানে স্বাধীনতা, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জোমে বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ শহিদুল্লাহ। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এমপি জাফর আলম, এমপি আশেকুল্লাহ রফিক, এমপি সাইমুম সরওয়ার কমল ও মহিলা এমপি কানিজ ফাতেমা মোস্তাক, সাবেক এমপি জেলাপরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুধী, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা,,সাবেক পৌর চেয়ারম্যান নুরুল আবছার, মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, মুক্তিযুদ্ধা শাহজাহান ও সুধীমহল।

বক্তারা বঙ্গবন্ধুর স্মরণ ও মাগফিরাত কামনার পাশাপাশি লে. কর্ণেল ফোরকান আহমদকে ৩য় বারের মত চেয়ারম্যান নিযুক্ত করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন