১৬ ডিসেম্বর ২০২৫

‘বঙ্গবন্ধু ছিলেন নির্ভীক, সাহসী, মানবদরদী ও পরোপকারী’

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের সাবেক ডীন ড. সেকান্দর চৌধুরী বলেছেন, বাংলাদেশ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্রমুক্ত-সুখী সমৃদ্ধ-সোনার বাংলাদেশ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। তাই বাংলাদেশ আজ দক্ষিণ এশিয়ার রোল মডেল।

বুধবার (১৭ মার্চ) নগরীর জিইসি প্যালেসে মুজিব প্রজন্ম কেন্দ্রীয় সংসদের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংগঠনের সভাপতি সুফিয়ান সিদ্দিকী নিলয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী তারেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ (চউক) বোর্ড সদস্য এম আর আজিম।

প্রধান বক্তার বক্তব্যে এম আর আজিম বলেন, বঙ্গবন্ধু ছিলেন নির্ভীক, সাহসী, মানবদরদী ও পরোপকারী। ছিলেন রাজনীতি ও অধিকার সচেতন। বঙ্গবন্ধুর দীর্ঘ রাজনৈতিক জীবনের মূল লক্ষ্য ছিল বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করা।

উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, ওমরগণি এম ই এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক নেতা বিপ্লব মিত্র, নগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারী কারাগার পরিদর্শক নুরুল আলম মিঞা, নগর ছাত্রলীগের উপ সম্পাদক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিষ্ঠাতা শফিউল আজম জিপু এবং প্রমুখ।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ