৩১ অক্টোবর ২০২৫

বঙ্গবন্ধু টানেলের অদূরে নিয়ন্ত্রণ হারালো গাড়ি

বঙ্গবন্ধু টানেলের টোল প্লাজার অদূরে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েছে একটি প্রাডো গাড়ি। রোববার (২৯ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে বঙ্গবন্ধু টানেলের আনোয়ারা প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা মেট্রো-ঘ ২১৬২০০ নম্বরের প্রাডো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যে আইল্যান্ডের ওপর উঠে যায়। এতে রাস্তার আইল্যান্ড ভেঙে যায়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় গাড়িটিও। পরে সোমবার (৩০ অক্টোবর) সকালে বঙ্গবন্ধু টানেলের নিরাপত্তার দায়িত্বে কর্মীরা রেলিং মেরামত করে।

টানেলের টোল ব্যবস্থাপক মো. বেলায়েত হোসেন বলেন, গতরাতে ছোট একটি দুর্ঘটনা ঘটে। তবে সেটি টানেলের ভেতর না। আনোয়ারা প্রান্তে টোল প্লাজা প্রবেশের পথে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের ওপর উঠে যায়। পরে গাড়িটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রেকার ভ্যানে করে নিয়ে যায়।

গাড়িটি মালিকের পরিচয় পাওয়া গেছে কি না জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

আরও পড়ুন