৮ ডিসেম্বর ২০২৫

বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের উদ্যোগে আ. লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাধারা ডেস্ক »

বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (২৩ জুন) সকালে আমবাগানস্থ আইডিইবি চট্টগ্রাম জেলা শাখায় বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে স্বাস্থ্য সুরক্ষায় সীমিত উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন আইডিইবি চট্টগ্রাম জেলা শাখার সহ-সভাপতি প্রকৌশলী মো: মেসবাহ উদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আব্দুল কুদ্দুস, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী মো: জসীম উদ্দিন, প্রকৌশলী সালমা খাতুন, প্রকৌশলী রফিকুর রহমান, প্রকৌশলী আবু জাফর, প্রকৌশলী সাদরুল হক।

আরও উপস্থিত ছিলেন, প্রকৌশলী মির্জা রবিউল হোসেন নয়ন, প্রকৌশলী প্রকৌশলী আবু সালেহ বাপ্পি, প্রকৌশলী এম এন আক্তার, প্রকৌশলী জাহাঙ্গীর আলম, প্রকৌশলী আবিদুর রহমান, প্রকৌশলী সাইদুর রহমান, প্রকৌশলী ফকরুল ইসলাম, প্রকৌশলী রেজওয়ান ওয়াদুদ, প্রকৌশলী শাহাদাত হোসেন, প্রকৌশলী রাবেয়া বসরীসহ প্রমূখ।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন